দশম শ্রেণীর ভূগোল : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer

দশম শ্রেণীর ভূগোল : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিকসংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি

 

1. অবরোহনের অপর নাম-

(A) ক্ষয়সাধন

(B) অবক্ষেপণ

(C) সঞ্চয়

(D) নগ্নিভবন

উঃ (A) ক্ষয়সাধন

2. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়বহন  সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল-

(A) পর্যায়ন

(B) অবরোহন

(C) আবহবিকার

(D) নগ্নিভবন

উঃ (A) পর্যায়ন

3. বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো-

(A) নদী প্রবাহ

(B) অগ্ন্যুদগম

(C) বায়ুপ্রবাহ

(D) সমুদ্র তরঙ্গ

উঃ (B) অগ্ন্যুদগম

4. একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো-

(A) পাত সঞ্চালন

(B) আবহবিকার

(C) সমুদ্র তরঙ্গ কার্য

(D) হিমবাহ ক্ষয়

উঃ (A) পাত সঞ্চালন

5. ক্ষয়জাত পদার্থের সঞ্চয়  পুঞ্জিভবন কে বলে-

(A) অবরোহন

(B) আরোহন

(C) পুঞ্জক্ষয়

(D) আবহবিকার

উঃ (B) আরোহন

6. অবরোহন প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল-

(A) পর্বত

(B) মালভূমি

(C) সমভূমি

(D) সমুদ্রপৃষ্ঠ

উঃ (D) সমুদ্রপৃষ্ঠ

7. প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল-

(A) মহাদেশ

(B) পর্বত

(C) জলপ্রপাত

(D) মালভূমি

উঃ (A) মহাদেশ

8. অনেক সময় আলগা মাটি  শিলাস্তুপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলে-

(A) পুঞ্জক্ষয়

(B) অবরোহন

(C) আরোহন

(D) কোনটাই নয়

উঃ (A) পুঞ্জক্ষয়

9. যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল-

(A) অবরোহন

(B) আরোহন

(C) পর্যায়ন

(D) পুঞ্জক্ষয়

উঃ (A) অবরোহন

10. যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে-

(A) বহির্জাত প্রক্রিয়া

(B) অন্তর্জাত প্রক্রিয়া

(C) পর্যায়ন

(D) কোনটাই নয়

উঃ (A) বহির্জাত প্রক্রিয়া

11. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয় কার্যের ফলে -

(নদীর

(বায়ুর

(হিমবাহের

(সমুদ্র তরঙ্গের

উত্তরঃ (নদীর

12. পলল শঙ্কু দেখা যায় -

(পর্বতে উচ্চভাগ

(পর্বতের পাদদেশে

(বদ্বীপ অঞ্চলে

(নদীর মধ্য প্রবাহের

উত্তরঃ (পর্বতের পাদদেশে

13. পাখির পায়ের মতো আকৃতির -দ্বীপ দেখা যায় -

(নীল নদীর মোহনা

(সিন্ধু নদীর মোহনায়

(হোয়াংহো নদীর মোহনায়

(মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়

উত্তরঃ (মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়

14. নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় -

(আরোহন প্রক্রিয়ায়

(অবরোহণ প্রক্রিয়ায়

(অবঘর্ষ প্রক্রিয়ায়

(নগ্নীভবন প্রক্রিয়ায়

উত্তরঃ (আরোহন প্রক্রিয়ায়

15. একটি বহির্জাত ভূগাঠনিক পদ্ধতি হল -

(লাভা উদ্গিরন

(ভঙ্গিল পর্বত সৃষ্টি 

(স্তুপ পর্বত নির্মাণ

(নদীর ক্ষয় কার্য

উত্তরঃ (নদীর ক্ষয় কার্য

16. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে -

(হিম স্তুপ

(হিমশৈল

(হিমপ্রাচির

(হিম পর্বত

উত্তরঃ (হিমশৈল

17. রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় -

(নদী  বায়ুর মিলিত

(বাতাসের

(নদীর

(হিমবাহের

উত্তরঃ (হিমবাহের

18. হিমশৈল  জলের উপর ভেসে থাকে -

(/ অংশ

(/ অংশ

(/ অংশ

( অংশ

উত্তরঃ (/ অংশ

19. দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় -

(রসে মতানে

(এরিটি

(পিরামিড চূড়া

(এসকার

উত্তরঃ (এরিটি

20. পর্বতের গায় যে সীমা রেখার উপর সারাবছর বরফ জমে থাকে -

(হিমরেখা

(হিমবাহ

(হিমশৈল

(ব্লো আউট

উত্তরঃ (হিমরেখা

21. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে বলে -

(প্লাবনভূমি

(লোয়েস সমভূমি

(বহিঃবিধৌত সমভূমি

 (বদ্বীপ সমভূমি

উত্তরঃ (লোয়েস সমভূমি

22. যে হ্রদের জল লবনাক্ত হয় -

(প্লায়া হ্রদ

(অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(করি হ্রদ

(জ্বালামুখ হ্রদ

উত্তরঃ (প্লায়া হ্রদ

23. পাথরযুক্ত অসমান মরুভূমিকে বলে -

(হামাদা

(বাজাদা

(রেগ

(ধ্রিয়ান

উত্তরঃ (হামাদা

24. একাধিক বার্খান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে বলে -

(অ্যাকলে

(সিফ

(রোর্ডস্‌ বালিয়াড়ি

(ওয়াদি

উত্তরঃ (অ্যাকলে

25. ভেন্টিফ্যাক্ট গঠিত হয় -

(বায়ুর ক্ষয়ের ফলে

(নদীর ক্ষয়ের ফলে

(হিমবাহের ক্ষয়ের ফলে

(সমুদ্রের ক্ষয়ের ফলে

উত্তরঃ  (বায়ুর ক্ষয়ের ফলে

26. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ?

(A) Powell

(B) Penk

(C) Chamberlin

(D) Davis

Ans: (A) Powell

27. উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়

(A) 2টি

(B) 3টি

(C) 4 টি

(D) 2 টি প্রক্রিয়ায়

Ans: (B) 3টি

28. আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন এর গভীরতা কত ?

(A) 1525 মি .

(B) 2510 মি .

(C) 1857 মি .

(D) 1975 মি .

Ans: (C) 1857 মি .

29. কিউসেক হলো

(A) কিউবিক ফুট / সেকেন্ড

(B) কিউমেক ফুট / সেকেন্ড

(C) কিউবিক মিটার / সেকেন্ড

(D) কোনোটিই নয়

Ans: (A) কিউবিক ফুট / সেকেন্ড

30. The physics of Blown sand and Desert Dunes ( 1941 ) গ্রন্থটির রচয়িতা কে ?

(A) হামবল্ড

(B) ব্যাগনণ্ড

(C) জেফ্রিস

(D) হার্টন

Ans: (B) ব্যাগনণ্ড

31. বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে

(A) ভূপৃষ্ঠের উপরিভাগে

(B) ভূপৃষ্ঠের ভিতরে

(C) মহাশূন্যে

(D) সমুদ্রতলদেশে

Ans: (A) ভূপৃষ্ঠের উপরিভাগে

32. নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের –

(A) বহির্জাত প্রক্রিয়া

(B) মহাজাগতিক প্রক্রিয়া

(C) অন্তর্জাত প্রক্রিয়া

(D) জৈবিক প্রক্রিয়া

Ans: (A) বহির্জাত প্রক্রিয়া

33. যে – প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় , তা হল –

(A) পর্যায়ন

(B) অবরোহণ

(C) আরোহণ

(D) বিচূর্ণীভবন

Ans: (C) আরোহণ

34. কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়

(A) আরোহণ

(B) পাতসংস্থান

(C) অধঃক্ষেপণ

(D) পর্যায়ন

Ans: (D) পর্যায়ন

35. অবরোহণ  আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –

(A) ক্ষয়ীভবন

(B) নগ্নীভবন

(C) বিচূর্ণীভবন

(D) পর্যায়ন

Ans: (D) পর্যায়ন

36. আবহবিকারপুঞ্জিত ক্ষয়  ক্ষয়ীভবনকে একত্রে বলে –

(A) মহিভাবক প্রক্রিয়া

(B) গিরিজনি প্রক্রিয়া

(C) অঙ্গারযোজন

(D) নগ্নীভবন

Ans: (D) নগ্নীভবন

37. কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় ?

(A) নদী

(B) হিমবাহ

(C) বায়ুপ্রবাহ

(D) সমুদ্রতরঙ্গ

Ans: (A) নদী

38. প্লাবনভূমি , বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন্ পদ্ধতিতে সৃষ্টি –

(A) বিচূর্ণীভবন

(B) আরোহণ

(C) যান্ত্রিক আবহবিকার

(D) অবরোহণ

Ans:

39. ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল –

(A) নগ্নীভবন

(B) অবরোহণ

(C) আরোহণ

(D) পর্যায়ন

Ans: (D) পর্যায়ন

40. বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তা হল

(A) পর্যায়ন

(B) অবরোহণ

(C) পুঞ্জক্ষয়

(D) আরোহণ

Ans: (D) আরোহণ

41. ভূমির ক্ষয়  সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয়

(A) উচ্চভূমি

(B) পর্যায়িত ভূমি

(C) পাদসমভূমি

(D) সমপ্ৰায়ভূমি

Ans: (B) পর্যায়িত ভূমি

42. কোন্ প্রক্রিয়াটির সঙ্গে ‘ ক্ষয় ‘ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত –

(A) অবরোহণ

(B) আরোহণ

(C) পর্যায়ন

(D) আবহবিকার

Ans: (A) অবরোহণ

43. কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় ?

(A) পর্যায়ন

(B) অবরোহণ

(C) আরোহণ

(D) নগ্নীভবন

Ans:

44. শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ  বিয়োজিত হওয়ার প্রক্রিয়া –

(A) ক্ষয়ীভবন

(B) পর্যায়ন

(C) নগ্নীভবন

(D) আবহবিকার

Ans: (D) আবহবিকার

45. নিম্নলিখিত কোন্ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যাবে

(A) উত্তরাখণ্ড

(B) ওড়িশা

(C) মধ্যপ্রদেশ

(D) বিহার

Ans: (B) ওড়িশা

46. ভূমিরূপ পরিবর্তনে কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক ?

(A) নদী

(B) বায়ু

(C) হিমবাহ

(D) সমুদ্রতরঙ্গ

Ans: (D) সমুদ্রতরঙ্গ

47. আরোহন  অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-

(A) পর্যায়ন

(B) পুঞ্জিত ক্ষয়

(C) নগ্নিভবন

(D) ক্ষয়ীভবন

উঃ (A) পর্যায়ন

48. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল-

(A) সূর্য

(B) নদী

(C) বায়ু

(D) হিমবাহ

উঃ (A) সূর্য

49. কিউমেক হলো

(A) কিউবিক ফুট / সেকেন্ড

(B) কিউমেক ফুট / সেকেন্ড

(C) কিউবিক কিমি / সেকেন্ড

(D) কিউবিক মিটার / সেকেন্ড

Ans: (D) কিউবিক মিটার / সেকেন্ড

50. গোয়ার মান্দোভি নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায় ?

(A) যোগ জলপ্রপাত

(B) অ্যাঞ্ছেল জলপ্রপাত

(C) দুধসাগর জলপ্রপাত

(D) দশম জলপ্রপাত

Ans: (C) দুধসাগর জলপ্রপাত

51. কত সালে UNESCO সুন্দরবনকে World Heritage Site- এর অন্তর্ভুক্ত করে ?

(A) 1887 সালে

(B) 1978 সালে

(C) 1972 সালে

(D) 1987 সালে

Ans: (D) 1987 সালে

52. বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন ?

(A) তিনটি ভাগে

(B) দুটি ভাগে

(C) চারটি ভাগে

(D) ছয়টি ভাগে

Ans: (A) তিনটি ভাগে

53. ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম হলো

(A) ঋষিগঙ্গা

(B) নীলকণ্ঠ

(C) মাকালু

(D) সবকটি ঠিক

Ans: (A) ঋষিগঙ্গা

54. Basket of egg topography নামে পরিচিত

(A) বহিঃবিধৌত সমভূমি

(B) রসে মতানে

(C) ড্রামলিন

(D) এস্কার

Ans: (C) ড্রামলিন

55. ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে ?

(A) মেসা

(B) বাটে

(C) পেডিপ্লেন

(D) বোর্নহার্ড

Ans: (D) বোর্নহার্ড

56. গভীর আবহবিকারের প্রভাবে বোর্নহার্ডগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কী বলে ?

(A) ক্যাসেলকপিজ

(B) বোর্নহার্ড

(C) প্যানফ্যান

(D) বাটে

Ans: (A) ক্যাসেলকপিজ

 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন  উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

 

1. সমপ্রায়ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে ?

Ans: মোনাডনক 

2. কার্য অনুসারে নদীপ্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় ?

Ans: তিনটি ভাগে ( ক্ষয় , বহন  সঞ্চয়  

3. পার্বত্য অঞ্চলের গভীর  সংকীর্ণ নদী উপত্যকাকে কী বলে ?

Ans: ক্যানিয়ন 

4. পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা বাহিত নুড়ি , বালি , পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকার গর্তের সৃষ্টি হয় , তাকে কী বলে ?

Ans: মন্থকূপ বলে 

5. একই নদীতে অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কী বলে ?

Ans: কাসকেড  

6. উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় , সেই সীমারেখাকে কী বলে ?

Ans: হিমরেখা 

7. কোনো নদীর জল দ্বিগুণ হলে তার বহনক্ষমতাও দ্বিগুণ বাড়ে , কিন্তু ওই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহনক্ষমতা 26 বা 64 গুণ বেড়ে যায় , একে কী বলে ?   

Ans: নদীর ষষ্ঠঘাতের সূত্র 

8. বন্যার ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি , বালি , পলি , কাদা প্রভৃতি জমা হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় , তাকে কী বলে ?

Ans: প্লাবনভূমি 

9. নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে নুড়ি , বালি , কাঁকর , কাদা , পলি প্রভৃতি ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে , তাকে কী বলে ?

Ans: স্বাভাবিক বাঁধ 

10.নদীর মোহনায় জলের স্রোত কম হওয়ায় নদীবাহিত নুড়ি , বালি , কাদা , পলি প্রভৃতি  অঞ্চলে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার যে দ্বীপের সৃষ্টি করে , তাকে কী বলে ?

Ans:  – দ্বীপ 

11. সমুদ্রজলে বিশালাকৃতির ভাসমান বরফের স্তূপকে কী বলে ?

Ans: হিমশৈল 

12. করির পেছনে মস্তক দেওয়াল  হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় , তাকে কী বলে ?

Ans: র্যান্ডক্লাফট 

13. প্রবহমাণ হিমবাহের চাপে ছোটো ছোটো শিলাখণ্ড যখন পর্বতগাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে , তখন তাকে কী বলে ?

Ans: উৎপাটন প্রক্রিয়া 

14. হিমবাহ উপত্যকা  হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় , তাকে কী বলে ?

Ans: অবঘর্ষ প্রক্রিয়া 

15. পাশাপাশি অবস্থিত দুটি করির বা সার্কের মাঝখানের খাড়া অংশটিকে কী বলে ?

Ans: অ্যারেট বা হিমশিরা 

16. নদীমোহনা খুব প্রশস্ত হলে তাকে কী বলে ?

Ans: খাড়ি 

17. বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত , মালভূমি , পাহাড় প্রভৃতি ক্ষয় পেয়ে সমভূমিতে পরিণত হয় , এই প্রকার ভূমিকে কী বলে ?

Ans: সমপ্ৰায়ভূমি 

18. উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে নুড়ি , বালি , পাথর , শিলাচূর্ণ প্রভৃতি স্তূপাকারে জমা হয়ে নীচের দিকে এগিয়ে চলে , এই শিলাস্তূপকে কী বলে ?

Ans: গ্রাবরেখা বা সোরেন 

19. ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যখন বিভিন্ন দিক থেকে তিন – চারটি সার্কের সৃষ্টি হয় , তখন তার মাঝখানে যে খাড়া চূড়াটি লক্ষ করা যায় তাকে কী বলে ?

Ans: পিরামিড চূড়া 

20. হিমবাহের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যেসব আড়াআড়ি পাড় কাটা পড়ে যায়  তাদের কী বলে ?

Ans: কর্তিত পাড় 

21. পর্বতের খাড়া ঢাল বেয়ে হিমবাহ যখন নীচের দিকে নেমে আসে তখন পর্বতগাত্রে ফাটলের সৃষ্টি হয় , এগুলিকে কী বলে ?

Ans: বাগমুন্ড 

22. পর্বতের পাদদেশে নুড়ি , বালি , প্রস্তরখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে ওলটানো চামচের মতো আকৃতিবিশিষ্ট যে টিলা সৃষ্টি হয় তাকে কী বলে ?

Ans: ড্রামলিন 

23. হিমবাহবাহিত নুড়ি , বালি , কাদা প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে , তাকে কী বলে ?

Ans: কেম 

24. বায়ুর গতির সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কী বলে ?

Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি 

25. পলি , কাদা , নুড়ি প্রভৃতি পদার্থ কীভাবে প্রবাহিত হয় ?

Ans: ভাসমান প্রক্রিয়ায় 

26. পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি লক্ষ করা যায় ?

Ans: হোয়াংহো নদীর অববাহিকায় 

27. বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘ  সংকীর্ণ হয়ে যে বালিয়াড়ি গড়ে ওঠে , তাকে কী বলে ?

Ans: সিফ বালিয়াড়ি 

28. মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে কী বলে ?

Ans: বাখান 

29. মরু অঞ্চলে বায়ু  জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট মৃদু  ঢালবিশিষ্ট প্রস্তরময় ভূমিরূপকে কী বলে ?

Ans: পেডিমেন্ট 

30. মরু অঞ্চলে পর্বতের পাদদেশে পেডিমেন্টের নীচে অবনমিত অঞ্চলে নুড়ি , বালি , কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ?

Ans: বাজাদা 

31. মরুভূমির অবনমিত অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের ফলে জল জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় , তাকে কী বলে ?

Ans: প্লায়া 

32. মরুভূমি অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের দ্বারা যে নদীখাতের সৃষ্টি হয় , তাকে কী বলে ?

Ans: ওয়াদি 

33. অতি সূক্ষ্ম বালুকণা , মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ?

Ans: লোয়েস সমভূমি 

34. মরুভূমিতে বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বায়ুর দ্বারা বালি অপসারিত হলে সেই অঞ্চল ক্রমশ নীচু হয়ে ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায় , এইরূপ অবস্থাকে কী বলে ?

Ans: মরুদ্যান 

35. পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা  নদী উপত্যকার আকৃতি কীরূপ প্রকৃতির ?

Ans: হিমবাহ উপত্যকা ‘ U ‘ অক্ষরের ন্যায় এবং নদী উপত্যকার আকৃতি ‘ I ‘ কিংবা ‘ V ’ অক্ষরের ন্যায় হয় 

36. নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় ?

Ans: পার্বত্য প্রবাহে 

37. গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত ?

Ans: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত 

38. নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয় ?

Ans: নিম্নগতিতে 

39. আহরণ ক্ষেত্র কাকে বলে ?

Ans: কোনো একটি প্রধান নদী  তার বিভিন্ন উপনদী যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেইসব অঞ্চলকে একত্রে প্রধান নদীর আহরণ ক্ষেত্র বলে 

40. কোন কোন অঞ্চলে বালিয়াড়ি লক্ষ করা যায় ?

Ans: উস্ল মরু অঞ্চলে , শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 

41. বায়ু কয়টি পদ্ধতিতে কার্য করে থাকে ? তিনটি পদ্ধতিতে 

Ans: যথা— ক্ষয়সাধন , অপসারণ  অধঃক্ষেপণ 

42. সয়কার্য হয়ে থাকে নদীর কোন গতিপথে ?

Ans: নিম্নগতিতে 

43. পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী ?

Ans: ক্ষয় 

44. নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় , তাকে কী বলে ?

Ans: কিউসেক