দশম শ্রেণীর ভূগোল : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer
দশম শ্রেণীর ভূগোল : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম
অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
(প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম
অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes
| দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম
অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and
Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography
Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বহির্জাত
প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. অবরোহনের অপর নাম-
(A) ক্ষয়সাধন
(B) অবক্ষেপণ
(C) সঞ্চয়
(D) নগ্নিভবন
উঃ (A) ক্ষয়সাধন
2. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল-
(A) পর্যায়ন
(B) অবরোহন
(C) আবহবিকার
(D) নগ্নিভবন
উঃ (A) পর্যায়ন
3. বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো-
(A) নদী প্রবাহ
(B) অগ্ন্যুদগম
(C) বায়ুপ্রবাহ
(D) সমুদ্র তরঙ্গ
উঃ (B) অগ্ন্যুদগম
4. একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো-
(A) পাত সঞ্চালন
(B) আবহবিকার
(C) সমুদ্র তরঙ্গ কার্য
(D) হিমবাহ ক্ষয়
উঃ (A) পাত সঞ্চালন
5. ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিভবন কে বলে-
(A) অবরোহন
(B) আরোহন
(C) পুঞ্জক্ষয়
(D) আবহবিকার
উঃ (B) আরোহন
6. অবরোহন প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল-
(A) পর্বত
(B) মালভূমি
(C) সমভূমি
(D) সমুদ্রপৃষ্ঠ
উঃ (D) সমুদ্রপৃষ্ঠ
7. প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল-
(A) মহাদেশ
(B) পর্বত
(C) জলপ্রপাত
(D) মালভূমি
উঃ (A) মহাদেশ
8. অনেক সময় আলগা মাটি ও শিলাস্তুপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলে-
(A) পুঞ্জক্ষয়
(B) অবরোহন
(C) আরোহন
(D) কোনটাই নয়
উঃ (A) পুঞ্জক্ষয়
9. যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল-
(A) অবরোহন
(B) আরোহন
(C) পর্যায়ন
(D) পুঞ্জক্ষয়
উঃ (A) অবরোহন
10. যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে-
(A) বহির্জাত প্রক্রিয়া
(B) অন্তর্জাত প্রক্রিয়া
(C) পর্যায়ন
(D) কোনটাই নয়
উঃ (A) বহির্জাত প্রক্রিয়া
11. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয় কার্যের ফলে -
(ক) নদীর
(খ) বায়ুর
(গ) হিমবাহের
(ঘ) সমুদ্র তরঙ্গের
উত্তরঃ (ক) নদীর
12. পলল শঙ্কু দেখা যায় -
(ক) পর্বতে উচ্চভাগ
(খ) পর্বতের পাদদেশে
(গ) বদ্বীপ অঞ্চলে
(ঘ) নদীর মধ্য প্রবাহের
উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে
13. পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ দেখা যায় -
(ক) নীল নদীর মোহনা
(খ) সিন্ধু নদীর মোহনায়
(গ) হোয়াংহো নদীর মোহনায়
(ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়
উত্তরঃ (ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়
14. নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় -
(ক) আরোহন প্রক্রিয়ায়
(খ) অবরোহণ প্রক্রিয়ায়
(গ) অবঘর্ষ প্রক্রিয়ায়
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়
উত্তরঃ (ক) আরোহন প্রক্রিয়ায়
15. একটি বহির্জাত ভূগাঠনিক পদ্ধতি হল -
(ক) লাভা উদ্গিরন
(খ) ভঙ্গিল পর্বত সৃষ্টি
(গ) স্তুপ পর্বত নির্মাণ
(ঘ) নদীর ক্ষয় কার্য
উত্তরঃ (ঘ) নদীর ক্ষয় কার্য
16. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে -
(ক) হিম স্তুপ
(খ) হিমশৈল
(গ) হিমপ্রাচির
(ঘ) হিম পর্বত
উত্তরঃ (খ) হিমশৈল
17. রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় -
(ক) নদী ও বায়ুর মিলিত
(খ) বাতাসের
(গ) নদীর
(ঘ) হিমবাহের
উত্তরঃ (ঘ) হিমবাহের
18. হিমশৈল ও জলের উপর ভেসে থাকে -
(ক) ৮/৯ অংশ
(খ) ২/৯ অংশ
(গ) ১/৯ অংশ
(ঘ) ৯ অংশ
উত্তরঃ (গ) ১/৯ অংশ
19. দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় -
(ক) রসে মতানে
(খ) এরিটি
(গ) পিরামিড চূড়া
(ঘ) এসকার
উত্তরঃ (খ) এরিটি
20. পর্বতের গায় যে সীমা রেখার উপর সারাবছর বরফ জমে থাকে -
(ক) হিমরেখা
(খ) হিমবাহ
(গ) হিমশৈল
(ঘ) ব্লো আউট
উত্তরঃ (ক) হিমরেখা
21. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে বলে -
(ক) প্লাবনভূমি
(খ) লোয়েস সমভূমি
(গ) বহিঃবিধৌত সমভূমি
(ঘ) বদ্বীপ সমভূমি
উত্তরঃ (খ) লোয়েস সমভূমি
22. যে হ্রদের জল লবনাক্ত হয় -
(ক) প্লায়া হ্রদ
(খ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(গ) করি হ্রদ
(ঘ) জ্বালামুখ হ্রদ
উত্তরঃ (ক) প্লায়া হ্রদ
23. পাথরযুক্ত অসমান মরুভূমিকে বলে -
(ক) হামাদা
(খ) বাজাদা
(গ) রেগ
(ঘ) ধ্রিয়ান
উত্তরঃ (ক) হামাদা
24. একাধিক বার্খান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে বলে -
(ক) অ্যাকলে
(খ) সিফ
(গ) রোর্ডস্ বালিয়াড়ি
(ঘ) ওয়াদি
উত্তরঃ (ক) অ্যাকলে
25. ভেন্টিফ্যাক্ট গঠিত হয় -
(ক) বায়ুর ক্ষয়ের ফলে
(খ) নদীর ক্ষয়ের ফলে
(গ) হিমবাহের ক্ষয়ের ফলে
(ঘ) সমুদ্রের ক্ষয়ের ফলে
উত্তরঃ (ক) বায়ুর ক্ষয়ের ফলে
26. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ?
(A) Powell
(B) Penk
(C) Chamberlin
(D) Davis
Ans: (A) Powell
27. উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়—
(A) 2টি
(B) 3টি
(C) 4 টি
(D) 2 টি প্রক্রিয়ায়
Ans: (B) 3টি
28. আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন এর গভীরতা কত ?
(A) 1525 মি .
(B) 2510 মি .
(C) 1857 মি .
(D) 1975 মি .
Ans: (C) 1857 মি .
29. কিউসেক হলো—
(A) কিউবিক ফুট / সেকেন্ড
(B) কিউমেক ফুট / সেকেন্ড
(C) কিউবিক মিটার / সেকেন্ড
(D) কোনোটিই নয়
Ans: (A) কিউবিক ফুট / সেকেন্ড
30. The physics of Blown sand
and Desert Dunes ( 1941 ) গ্রন্থটির রচয়িতা কে ?
(A) হামবল্ড
(B) ব্যাগনণ্ড
(C) জেফ্রিস
(D) হার্টন
Ans: (B) ব্যাগনণ্ড
31. বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে—
(A) ভূপৃষ্ঠের উপরিভাগে
(B) ভূপৃষ্ঠের ভিতরে
(C) মহাশূন্যে
(D) সমুদ্রতলদেশে
Ans: (A) ভূপৃষ্ঠের উপরিভাগে
32. নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের –
(A) বহির্জাত প্রক্রিয়া
(B) মহাজাগতিক প্রক্রিয়া
(C) অন্তর্জাত প্রক্রিয়া
(D) জৈবিক প্রক্রিয়া
Ans: (A) বহির্জাত প্রক্রিয়া
33. যে – প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় , তা হল –
(A) পর্যায়ন
(B) অবরোহণ
(C) আরোহণ
(D) বিচূর্ণীভবন
Ans: (C) আরোহণ
34. কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়—
(A) আরোহণ
(B) পাতসংস্থান
(C) অধঃক্ষেপণ
(D) পর্যায়ন
Ans: (D) পর্যায়ন
35. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
(A) ক্ষয়ীভবন
(B) নগ্নীভবন
(C) বিচূর্ণীভবন
(D) পর্যায়ন
Ans: (D) পর্যায়ন
36. আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে –
(A) মহিভাবক প্রক্রিয়া
(B) গিরিজনি প্রক্রিয়া
(C) অঙ্গারযোজন
(D) নগ্নীভবন
Ans: (D) নগ্নীভবন
37. কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় ?
(A) নদী
(B) হিমবাহ
(C) বায়ুপ্রবাহ
(D) সমুদ্রতরঙ্গ
Ans: (A) নদী
38. প্লাবনভূমি , বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন্ পদ্ধতিতে সৃষ্টি –
(A) বিচূর্ণীভবন
(B) আরোহণ
(C) যান্ত্রিক আবহবিকার
(D) অবরোহণ
Ans:
39. ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল –
(A) নগ্নীভবন
(B) অবরোহণ
(C) আরোহণ
(D) পর্যায়ন
Ans: (D) পর্যায়ন
40. বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তা হল—
(A) পর্যায়ন
(B) অবরোহণ
(C) পুঞ্জক্ষয়
(D) আরোহণ
Ans: (D) আরোহণ
41. ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয়—
(A) উচ্চভূমি
(B) পর্যায়িত ভূমি
(C) পাদসমভূমি
(D) সমপ্ৰায়ভূমি
Ans: (B) পর্যায়িত ভূমি
42. কোন্ প্রক্রিয়াটির সঙ্গে ‘ ক্ষয় ‘ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত –
(A) অবরোহণ
(B) আরোহণ
(C) পর্যায়ন
(D) আবহবিকার
Ans: (A) অবরোহণ
43. কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় ?
(A) পর্যায়ন
(B) অবরোহণ
(C) আরোহণ
(D) নগ্নীভবন
Ans:
44. শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া –
(A) ক্ষয়ীভবন
(B) পর্যায়ন
(C) নগ্নীভবন
(D) আবহবিকার
Ans: (D) আবহবিকার
45. নিম্নলিখিত কোন্ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যাবে—
(A) উত্তরাখণ্ড
(B) ওড়িশা
(C) মধ্যপ্রদেশ
(D) বিহার
Ans: (B) ওড়িশা
46. ভূমিরূপ পরিবর্তনে কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক ?
(A) নদী
(B) বায়ু
(C) হিমবাহ
(D) সমুদ্রতরঙ্গ
Ans: (D) সমুদ্রতরঙ্গ
47. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-
(A) পর্যায়ন
(B) পুঞ্জিত ক্ষয়
(C) নগ্নিভবন
(D) ক্ষয়ীভবন
উঃ (A) পর্যায়ন
48. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল-
(A) সূর্য
(B) নদী
(C) বায়ু
(D) হিমবাহ
উঃ (A) সূর্য
49. কিউমেক হলো—
(A) কিউবিক ফুট / সেকেন্ড
(B) কিউমেক ফুট / সেকেন্ড
(C) কিউবিক কিমি / সেকেন্ড
(D) কিউবিক মিটার / সেকেন্ড
Ans: (D) কিউবিক মিটার / সেকেন্ড
50. গোয়ার মান্দোভি নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায় ?
(A) যোগ জলপ্রপাত
(B) অ্যাঞ্ছেল জলপ্রপাত
(C) দুধসাগর জলপ্রপাত
(D) দশম জলপ্রপাত
Ans: (C) দুধসাগর জলপ্রপাত
51. কত সালে UNESCO সুন্দরবনকে World
Heritage Site- এর অন্তর্ভুক্ত করে ?
(A) 1887 সালে
(B) 1978 সালে
(C) 1972 সালে
(D) 1987 সালে
Ans: (D) 1987 সালে
52. বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন ?
(A) তিনটি ভাগে
(B) দু’টি ভাগে
(C) চারটি ভাগে
(D) ছয়টি ভাগে
Ans: (A) তিনটি ভাগে
53. ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম হলো—
(A) ঋষিগঙ্গা
(B) নীলকণ্ঠ
(C) মাকালু
(D) সবক’টি ঠিক
Ans: (A) ঋষিগঙ্গা
54. Basket of egg
topography নামে পরিচিত—
(A) বহিঃবিধৌত সমভূমি
(B) রসে মতানে
(C) ড্রামলিন
(D) এস্কার
Ans: (C) ড্রামলিন
55. ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে ?
(A) মেসা
(B) বাটে
(C) পেডিপ্লেন
(D) বোর্নহার্ড
Ans: (D) বোর্নহার্ড
56. গভীর আবহবিকারের প্রভাবে বোর্নহার্ডগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কী বলে ?
(A) ক্যাসেলকপিজ
(B) বোর্নহার্ড
(C) প্যানফ্যান
(D) বাটে
Ans: (A) ক্যাসেলকপিজ
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
(প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE
Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion
1. সমপ্রায়ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে ?
Ans: মোনাডনক ।
2. কার্য অনুসারে নদীপ্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: তিনটি ভাগে ( ক্ষয় , বহন ও সঞ্চয় ।
3. পার্বত্য অঞ্চলের গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে কী বলে ?
Ans: ক্যানিয়ন ।
4. পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা বাহিত নুড়ি , বালি , পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকার গর্তের সৃষ্টি হয় , তাকে কী বলে ?
Ans: মন্থকূপ বলে ।
5. একই নদীতে অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কী বলে ?
Ans: কাসকেড
6. উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় , সেই সীমারেখাকে কী বলে ?
Ans: হিমরেখা ।
7. কোনো নদীর জল দ্বিগুণ হলে তার বহনক্ষমতাও দ্বিগুণ বাড়ে , কিন্তু ওই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহনক্ষমতা 26 বা 64 গুণ বেড়ে যায় , একে কী বলে ?
Ans: নদীর ষষ্ঠঘাতের সূত্র ।
8. বন্যার ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি , বালি , পলি , কাদা প্রভৃতি জমা হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় , তাকে কী বলে ?
Ans: প্লাবনভূমি ।
9. নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে নুড়ি , বালি , কাঁকর , কাদা , পলি প্রভৃতি ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে , তাকে কী বলে ?
Ans: স্বাভাবিক বাঁধ ।
10.নদীর মোহনায় জলের স্রোত কম হওয়ায় নদীবাহিত নুড়ি , বালি , কাদা , পলি প্রভৃতি ঐ অঞ্চলে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার যে দ্বীপের সৃষ্টি করে , তাকে কী বলে ?
Ans: ব – দ্বীপ ।
11. সমুদ্রজলে বিশালাকৃতির ভাসমান বরফের স্তূপকে কী বলে ?
Ans: হিমশৈল ।
12. করির পেছনে মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় , তাকে কী বলে ?
Ans: র্যান্ডক্লাফট ।
13. প্রবহমাণ হিমবাহের চাপে ছোটো ছোটো শিলাখণ্ড যখন পর্বতগাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে , তখন তাকে কী বলে ?
Ans: উৎপাটন প্রক্রিয়া ।
14. হিমবাহ উপত্যকা ও হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় , তাকে কী বলে ?
Ans: অবঘর্ষ প্রক্রিয়া ।
15. পাশাপাশি অবস্থিত দু’টি করির বা সার্কের মাঝখানের খাড়া অংশটিকে কী বলে ?
Ans: অ্যারেট বা হিমশিরা ।
16. নদীমোহনা খুব প্রশস্ত হলে তাকে কী বলে ?
Ans: খাড়ি ।
17. বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত , মালভূমি , পাহাড় প্রভৃতি ক্ষয় পেয়ে সমভূমিতে পরিণত হয় , এই প্রকার ভূমিকে কী বলে ?
Ans: সমপ্ৰায়ভূমি ।
18. উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে নুড়ি , বালি , পাথর , শিলাচূর্ণ প্রভৃতি স্তূপাকারে জমা হয়ে নীচের দিকে এগিয়ে চলে , এই শিলাস্তূপকে কী বলে ?
Ans: গ্রাবরেখা বা সোরেন ।
19. ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যখন বিভিন্ন দিক থেকে তিন – চারটি সার্কের সৃষ্টি হয় , তখন তার মাঝখানে যে খাড়া চূড়াটি লক্ষ করা যায় তাকে কী বলে ?
Ans: পিরামিড চূড়া ।
20. হিমবাহের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যেসব আড়াআড়ি পাড় কাটা পড়ে যায় । তাদের কী বলে ?
Ans: কর্তিত পাড় ।
21. পর্বতের খাড়া ঢাল বেয়ে হিমবাহ যখন নীচের দিকে নেমে আসে তখন পর্বতগাত্রে ফাটলের সৃষ্টি হয় , এগুলিকে কী বলে ?
Ans: বাগমুন্ড ।
22. পর্বতের পাদদেশে নুড়ি , বালি , প্রস্তরখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে ওলটানো চামচের মতো আকৃতিবিশিষ্ট যে টিলা সৃষ্টি হয় তাকে কী বলে ?
Ans: ড্রামলিন ।
23. হিমবাহবাহিত নুড়ি , বালি , কাদা প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে , তাকে কী বলে ?
Ans: কেম ।
24. বায়ুর গতির সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কী বলে ?
Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ।
25. পলি , কাদা , নুড়ি প্রভৃতি পদার্থ কীভাবে প্রবাহিত হয় ?
Ans: ভাসমান প্রক্রিয়ায় ।
26. পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি লক্ষ করা যায় ?
Ans: হোয়াংহো নদীর অববাহিকায় ।
27. বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘ ও সংকীর্ণ হয়ে যে বালিয়াড়ি গড়ে ওঠে , তাকে কী বলে ?
Ans: সিফ বালিয়াড়ি ।
28. মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে কী বলে ?
Ans: বাখান ।
29. মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট মৃদু ও ঢালবিশিষ্ট প্রস্তরময় ভূমিরূপকে কী বলে ?
Ans: পেডিমেন্ট ।
30. মরু অঞ্চলে পর্বতের পাদদেশে পেডিমেন্টের নীচে অবনমিত অঞ্চলে নুড়ি , বালি , কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ?
Ans: বাজাদা ।
31. মরুভূমির অবনমিত অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের ফলে জল জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় , তাকে কী বলে ?
Ans: প্লায়া ।
32. মরুভূমি অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের দ্বারা যে নদীখাতের সৃষ্টি হয় , তাকে কী বলে ?
Ans: ওয়াদি ।
33. অতি সূক্ষ্ম বালুকণা , মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ?
Ans: লোয়েস সমভূমি ।
34. মরুভূমিতে বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বায়ুর দ্বারা বালি অপসারিত হলে সেই অঞ্চল ক্রমশ নীচু হয়ে ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায় , এইরূপ অবস্থাকে কী বলে ?
Ans: মরুদ্যান ।
35. পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কীরূপ প্রকৃতির ?
Ans: হিমবাহ উপত্যকা ‘ U ‘ অক্ষরের ন্যায় এবং নদী উপত্যকার আকৃতি ‘ I ‘ কিংবা ‘ V ’ অক্ষরের ন্যায় হয় ।
36. নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় ?
Ans: পার্বত্য প্রবাহে ।
37. গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত ?
Ans: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত ।
38. নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয় ?
Ans: নিম্নগতিতে ।
39. আহরণ ক্ষেত্র কাকে বলে ?
Ans: কোনো একটি প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেইসব অঞ্চলকে একত্রে প্রধান নদীর আহরণ ক্ষেত্র বলে ।
40. কোন কোন অঞ্চলে বালিয়াড়ি লক্ষ করা যায় ?
Ans: উস্ল মরু অঞ্চলে , শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ।
41. বায়ু কয়টি পদ্ধতিতে কার্য করে থাকে ? তিনটি পদ্ধতিতে ।
Ans: যথা— ক্ষয়সাধন , অপসারণ ও অধঃক্ষেপণ ।
42. সয়কার্য হয়ে থাকে নদীর কোন গতিপথে ?
Ans: নিম্নগতিতে ।
43. পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী ?
Ans: ক্ষয় ।
44. নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় , তাকে কী বলে ?
Ans: কিউসেক