সপ্তম শ্রেণীর ভূগোল : পৃথিবীর পরিক্রমণ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Geography Question and Answer
সপ্তম শ্রেণীর ভূগোল : পৃথিবীর পরিক্রমণ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Geography Question and Answer
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography
Question and Answer : পৃথিবীর
পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th
Geography Question and Answer, Suggestion, Notes | সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh
VII Geography Examination – পশ্চিমবঙ্গ সপ্তম
শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম
শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1.অপসূর অবস্থান উত্তর গোলার্ধে—
[A] গ্রীষ্ম
[B] বর্ষা
[C] শীত
[D] শরৎ ঋতুতে হয়
উত্তর:- [A] গ্রীষ্ম
2.বড়োদিন দক্ষিণ গোলার্ধে
[A] খ্রীস্ম
[B] শীত
[C] শরৎ
[D] বসন্ত কালে পালিত হয়
উত্তর:- [A] খ্রীস্ম
3.পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন
দূরত্বকে বলে—
[A] অনুসূর
[B] অপসূর
[C] বিষুব
[D] রবিমার্গ
উত্তর:- [A] অনুসূর
4.উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন—
[A] 21 জুন
[B] 21 মার্চ
[C] 22 জানুয়ারি
[D] কনোটাও নয়
উত্তর:- [A] 21 জুন
5.সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের
[A] 6 ভাগ
[B] 1 ভাগ
[C] 10 ভাগ
[D] 5 ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো
ও উত্তাপরূপে আসে
উত্তর:- [B] 1 ভাগ
6.অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে—
[A] গ্রীষ্ম
[B] শীত
[C] শরৎ
[D] বসন্ত ঋতুতে হয়
উত্তর:- [B] শীত
7.উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা
অ্যান্টার্কটিকা অভিযানে যান-
[A] জুন
[B] ডিসেম্বর
[C] জুলাই
[D] মার্চ মাসে
উত্তর:- [B] ডিসেম্বর
8.পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ
সেকেন্ডে—
[A] 10
[B] 20
[C] 30
[D] 40 কিমি
উত্তর:- [C] 30
9.সূর্যের উত্তরায়ণ শেষ হয়—
[A] 21 জুন
[B] 21মার্চ
[C] 23 সেপ্টেম্বর
[D] 22 ডিসেম্বর
উত্তর:- [A] 21 জুন
10.পৃথিবীর সর্বত্র দিন ও রাতের
দৈর্ঘ্য সমান হওয়াকে বলে—
[A] বিষুব
[B] কর্কটসংক্রান্তি
[C] মকরসংক্রান্তি
[D] বড়োদিন
উত্তর:- [A] বিষুব
11.এক চান্দ্রমাস হয় প্রায়—
[A] 27
[B] 28
[C] 29 দিনে
[D] কনোটাও নয়
উত্তর:- [B] 28
12.পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর
দূরত্ব সবচেয়ে বেশি থাকে—
[A] জানুয়ারি
[B] 4 জুলাই
[C] 21 জুন
[D] 22 ডিসেম্বর
উত্তর:- [B] 4 জুলাই
13.পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বাধিক
দূরত্বকে বলে—
[A] অপসূর
[B] অনুসূর
[C] বিষুব অবস্থান
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অপসূর
14.সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ
দেয়—
[A] নিরক্ষীয়
[B] মেরু
[C] মরু
[D] ক্রান্তীয় অঞ্চলে
উত্তর:- [A] নিরক্ষীয়
15.সূর্যঘড়ির দ্বারা সময় নির্ণয় করা
যায়—
[A] দিনের বেলায়
[B] রাতের বেলায়
[C] ভোরবেলায়
[D] দিন ও রাতের বেলায়
উত্তর:- [A] দিনের বেলায়
16.পৃথিবীর পরিক্রমণ গতির জন্য
ভূপৃষ্ঠে—
[A] দিন ও রাত হয়
[B] জোয়ারভাটা হয়
[C] ঋতু পরিবর্তন হয়
[D] বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়
উত্তর:- [C] ঋতু পরিবর্তন হয়
17.অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের
মধ্যে দূরত্ব থাকে
[A] 15 কোটি
[B] 14 কোটি 70 লক্ষ
[C] 15 কোটি 20 লক্ষ
[D] 10 কোটি 13 লক্ষ
কিমি
উত্তর:- [B] 14 কোটি 70 লক্ষ
18.উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন—
[A] 21 জুন
[B] 21 মার্চ
[C] 22 জানুয়ারি
[D] কনোটাও নয়
উত্তর:- [A] 21 জুন
19.অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর
দূরত্ব হয় প্রায়-
[A] 13 লক্ষ
[B] 14 কোটি
[C] 15 কোটি 20 লক্ষ
[D] 15 কোটি কিমি
উত্তর:- [C] 15 কোটি 20 লক্ষ
20.অপসূর অবস্থান উত্তর গোলার্ধে—
[A] গ্রীষ্ম
[B] বর্ষা
[C] শীত
[D] শরৎ ঋতুতে হয়
উত্তর:- [A] গ্রীষ্ম
21.সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের
[A] 6 ভাগ
[B] 1 ভাগ
[C] 10 ভাগ
[D] 5 ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো
ও উত্তাপরূপে আসে
উত্তর:- [B] 1 ভাগ
22.অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে—
[A] গ্রীষ্ম
[B] শীত
[C] শরৎ
[D] বসন্ত ঋতুতে হয়
উত্তর:- [B] শীত
23.কুমেরুপ্রভা লক্ষ করা যায়—
[A] মরু অঞ্চলে
[B] উত্তর মেরুতে
[C] দক্ষিণ মেরুতে
[D] নিরক্ষীয় অঞ্চলে
উত্তর:- [C] দক্ষিণ মেরুতে
24.পৃথিবীর কক্ষপথটি-
[A] বৃত্তাকার
[B] উপবৃত্তাকার
[C] রেখিক
[D] চৌকাকার
উত্তর:- [B] উপবৃত্তাকার
25.বড়োদিন দক্ষিণ গোলার্ধে
[A] খ্রীস্ম
[B] শীত
[C] শরৎ
[D] বসন্ত কালে পালিত হয়
উত্তর:- [A] খ্রীস্ম
26.ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর—
[A] মেরু ও মরু
[B] নিরক্ষীয় ও মেরু
[C] ক্রান্তীয় ও উপক্ৰান্তীয়
[D] উষ্ণ ও শুষ্ক অঞ্চলে
উত্তর:- [B] নিরক্ষীয় ও মেরু
27.মধ্যরাতে সুর্য দেখা যায় না—
[A] নরওয়েতে
[B] সুইডেনে
[C] ডেনমার্কে
[D] ভারতে
উত্তর:- [D] ভারতে
28.পৃথিবীর সর্বত্র দিন ও রাতের
দৈর্ঘ্য সমান হওয়াকে বলে—
[A] বিষুব
[B] কর্কটসংক্রান্তি
[C] মকরসংক্রান্তি
[D] বড়োদিন
উত্তর:- [A] বিষুব
29.অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের
মধ্যে দূরত্ব থাকে
[A] 15 কোটি
[B] 14 কোটি 70 লক্ষ
[C] 15 কোটি 20 লক্ষ
[D] 10 কোটি 13 লক্ষ
কিমি
উত্তর:- [B] 14 কোটি 70 লক্ষ
30.সূর্যকে একবার পরিক্রমণ করতে
পৃথিবীর সময় লাগে—–
[A] 04 ঘণ্টা
[B] 365 দিন 5 ঘণ্টা
48 মিনিট 46 সেকেন্ড
[C] 366 দিন
[D] 367 দিন
উত্তর:- [B] 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড
31.পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে—
[A] 10
[B] 20
[C] 30
[D] 40 কিমি
উত্তর:- [C] 30
32.দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য
সবচেয়ে বড়ো হয়—
[A] 21 জুন
[B] 22 ডিসেম্বর
[C] 22 মে
[D] 25 ডিসেম্বর তারিখে
উত্তর:- [B] 22 ডিসেম্বর
33.পৃথিবী ও সূর্যের মধ্যেকার
সর্বনিম্ন দূরত্বকে বলে—
[A] অনুসূর
[B] অপসূর
[C] বিষুব
[D] রবিমার্গ
উত্তর:- [A] অনুসূর
34.পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বাধিক
দূরত্বকে বলে—
[A] অপসূর
[B] অনুসূর
[C] বিষুব অবস্থান
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অপসূর
35.‘মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়—
[A] নেদারল্যান্ডসকে
[B] নরওয়েকে
[C] জাপানকে
[D] মিশরকে
উত্তর:- [B] নরওয়েকে
36.অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে—
[A] গ্রীষ্ম
[B] শীত
[C] শরৎ
[D] বসন্ত ঋতুতে হয়
উত্তর:- [B] শীত
37.মহাবিষুব-এর দিনে সূর্যোদয় হয়
সকাল–
[A] 6
[B] 0
[C] 5
[D] 7 টায়
উত্তর:- [A] 6
38.ভারতে–
[A] 3টি
[B] 4 টি
[C] 5টি
[D] 6টি ঋতু অনুভব করা যায়
উত্তর:- [B] 4 টি
39.উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য মে
তারিখে সবচেয়ে ছোটো হয় তা হল
[A] 22 ডিসেম্বর
[B] 22 জুন
[C] 22 মে
[D] 25 ডিসেম্বর
উত্তর:- [A] 22 ডিসেম্বর
40.পৃথিবীর সর্বত্র দিন ও রাতের
দৈর্ঘ্য সমান হওয়াকে বলে—
[A] বিষুব
[B] কর্কটসংক্রান্তি
[C] মকরসংক্রান্তি
[D] বড়োদিন
উত্তর:- [A] বিষুব
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 7 Geography Suggestion | West Bengal WBBSE Class Seventh
VII (Class 7th) Geography Question and Answer Suggestion
1. সূর্যের শক্তির কত অংশ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়?
উত্তর:- সূর্যের শক্তির 200 কোটি ভাগের 1
ভাগ আলো ও উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়।
2. পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর:- পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে 66½° কোণে হেলে থাকে।
3. ____ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।
উত্তর:- লম্বভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।
4. ___ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরেধীরে উত্তপ্ত হয়।
উত্তর:- তীর্যকভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরেধীরে উত্তপ্ত হয়।
5. কোন দিনটিকে মহাবিষুব এবং কোন দিনটিকে জলবিষুব বলে?
উত্তর:- 21 শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে এবং 23 সেপ্টেম্বর
দিনটিকে জলবিষুব বলে।
6. কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়?
উত্তর:- 21 শে মার্চ বা মহাবিষুব ও 23 সেপ্টেম্বর
বা জলবিষুব এর দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়।
7. কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে?
উত্তর:- 21 জুন তারিখ থেকে কর্কট সংক্রান্তি বলে।
8. কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়
রাত হয়?
উত্তর:- 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ
গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।
9. কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে?
উত্তর:- 22 ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে।
10. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড়
রাত হয়?
উত্তর:- 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর
গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।
11. সূর্যের উত্তরায়ন এর শেষ দিন কোনটি?
উত্তর:- 21 জুন সূর্যের উত্তরায়ন এর শেষ দিন।
12. সূর্যের দক্ষিণায়ন এর শেষ দিন কোনটি?
উত্তর:- 22 ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন।
13. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর:- পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে
প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটা কে সূর্যের
দৈনিক আপাত গতি বলে।
14. সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ কাকে বলে?
উত্তর:- রবি কথার অর্থ হল সূর্য এবং মার্গ কথার অর্থ হল পথ।আপাতভাবে মনে হয় যে সূর্য
পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিনে
মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ।
15. সূর্যের উত্তরায়ন কাকে বলে?
উত্তর:- 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত ছয় মাস
ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে সূর্যের উত্তরায়ন বলে।
16. সূর্যের দক্ষিণায়ন কাকে বলে?
উত্তর:- 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ছয় মাস
ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে দক্ষিণায়ন বলে।
17. কি কারনে ঋতু পরিবর্তন হয়?
উত্তর:- পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয়।
18. কি কারনে দিন রাত ছোট বড় হয়?
উত্তর:- পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য দিন রাত ছোট বড়।
19. বিষুব কথার অর্থ কি?
উত্তর:- বিষুব কথার অর্থ হল সমান দিন ও রাত্রি।
আরও পড়ো: | সপ্তম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 7 | Class
7 mathematics part 7 model activity
task
20. ‘বড়দিন’ কি আসলে বড়দিন?
উত্তর:- বড়দিন [Christmas] বা
যিশুখ্রিস্টের জন্মদিন [25 December] , 22 ডিসেম্বর
মকরসংক্রান্তির কয়েকদিন পরেই। আসলে ঐসময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে
শুরু হয়। আসলে ক্রিসমাস এর দিন একটি বড় উৎসবের দিন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড়
দিন নয় তবে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এর তিন দিন পর।
21. কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন?
উত্তর:- ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী
গভীর রাত, তখন কিছু
সময়ের জন্যও দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্য বলে। নরওয়ের
হেমারফেস্ট বন্দরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে।
22. মেরুজ্যোতি কাকে বলে?
উত্তর:- দুই মেরু প্রদেশ a1 মানারাত চলার
সময় মাঝে মাঝে আকাশের রংধনুর মত আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা Aurora
বলে।
23. অরোরা বোরিয়ালিস কি ?
উত্তর:- উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলে।
24. অরোরা অস্ট্রালিস কি?
উত্তর:- দক্ষিণ গোলার্ধের মেরু জ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে।
25. পৃথিবীর কোথায় সারাবছর দিন রাত সমান থাকে?
উত্তর:- নিরক্ষরেখায় সারাবছর দিন রাত সমান থাকে।
26. কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত?
উত্তর:- ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত।
27. কোন গ্রহের অক্ষ কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত?
উত্তর:- বৃহস্পতির অক্ষ তার কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত।
28. মেরুপ্রভার অপর নাম কি?
উত্তর:- মেরুপ্রভা অপর নাম অরোরা।
29. কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়?
উত্তর:- শরৎ ও বসন্ত ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়।
30. কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?
উত্তর:- গৃষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়।
31. কোন ঋতুতে পুকুর গুলো জলে ভর্তি থাকে?
উত্তর:- বর্ষা ঋতুতে পুকুর গুলো জলে ভর্তি থাকে।
32. কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?
উত্তর:- বর্ষা ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে।
33. কোন ঋতুতে খুব কোকিল ডাকে?
উত্তর:- বসন্ত ঋতুতে খুব কোকিল ডাকে।
34. উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয়?
উত্তর:- গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়।
35. 25 ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা?
উত্তর:- 25 ডিসেম্বর বড়দিনের দক্ষিণ গোলার্ধে গরম।
36. বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানের ডিসেম্বর মাসে কেন যান?
উত্তর:- আন্টার্টিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধের
গ্রীষ্মকাল বিরাজ করে। তাই ডিসেম্বর মাসে আন্টারটিকাতে তুলনামূলকভাবে অন্য সময়ের
চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকে। তাই বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানে
ডিসেম্বর মাসে যান।
37. জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?
উত্তর:- জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি।
38. মেরু অঞ্চলে সারাবছরই বিরাজ করে_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- শীতকাল
39. সূর্যসহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে
অবস্থান করছে তার নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আকাশগঙ্গা।
40. পৃথিবীর চারিদিকে চাঁদের একবার
প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে কী বলা হয়? [এক কথায়
উত্তর দাও]
উত্তর:- চান্দ্রমাস
41. নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয়
না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
42. কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে, যদি ভাগশেষ না থাকে, সেই বছরটিকে কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- অধিবর্ষ বা লিপইয়ার।
43. দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি _________
ভাবে পড়ে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- তির্যক
44. _________ তারিখে কুমেরুতে 24
ঘণ্টাই দিন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 22 ডিসেম্বর।
45. যে বেগে কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ঠ
থেকে ছুড়লে তা আর পৃথিবীতে ফিরে আসে না তাকে কী বলে? [এক
কথায় উত্তর দাও]
উত্তর:- পৃথিবীর ক্ষেত্রে কোনো বস্তুর মুক্তিবেগ।
46. শীতকালে সূর্যকে আমরা উত্তর
গোলার্ধে সামান্য _________ দেখি। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বড়ো
47. 22 ডিসেম্বরকে_________ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- মকরসংক্রান্তি
48. ভারতে শীতকালের প্রথম ভাগকে _________
কাল বলে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- হেমন্ত
49. কোন্ ঋতুতে দুপুর 12 টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? [এক কথায়
উত্তর দাও]
উত্তর:- শীত ঋতুতে।
50. কোন্ ঋতুতে পুকুরগুলো জলে ভরতি
থাকে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বর্ষা ঋতুতে।
51. 21 জুন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি
পৌঁছোনোর শেষ সীমা হল মকরক্রান্তিরেখা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
52. পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ
করে, সেটাই পৃথিবীর _________ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- কক্ষপথ
53. শীত ও গ্রীষ্মের পর্যায়ক্রমিক
পরিবর্তনের নাম _________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ঋতুচক্র
54. শীতকালে দিনের দৈর্ঘ্য _________
হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ছোটো
55. _________ অঞ্চলে সারা বছর গ্রীষ্ম
ঋতুই বিরাজ করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- নিরক্ষীয়
56. দক্ষিণায়নের শেষ সীমা_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- মকরক্রান্তিরেখা
57. সূর্যে প্রতিমুহূর্তে _________
গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে।
[শূন্যস্থান পূরন করো]
উত্তর:- হাইড্রোজেন
58. 25 ডিসেম্বর ‘বড়োদিন’-এ দক্ষিণ
গোলার্ধে গরম না ঠান্ডা? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- গরম।
59. বিষুব কথার অর্থ ‘সমান দিন ও
রাত্রি’। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
60. 21 জুন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি
পৌঁছোনোর শেষ সীমা হল মকরক্রান্তিরেখা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
61. সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব
সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কী বলে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- অনুসূর অবস্থান।
62. পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা
কক্ষতলের সঙ্গে 5° কোণে অবস্থান করে। [সত্য/মিথ্যা নির্বাচন
করো]
উত্তর:- সত্য
63. 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন
ও রাত সমান হয়। এই দিনটিকে কী বলে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- জলবিষুব।
64. _________ তারিখে কুমেরুতে 24
ঘণ্টাই দিন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 22 ডিসেম্বর
65. _________ তারিখে সূর্য থেকে
পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 3 জানুয়ারি
66. কর্কটসংক্রান্তির দিন পৃথিবীর _________
সূর্যের দিকে হেলে থাকে ও _________ সূর্য
থেকে দূরে থাকে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু
67. আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না, পৃথিবীর উপরই থাকি।
পৃথিবীর আকর্ষণ বল হল ______ ।
উত্তর:- মধ্যাকর্ষণ বল।
68. মহাকর্ষ বল কাকে বলে?
উত্তর:- মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এইটাকেই মহাকর্ষ
বল বলে।
69. সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড়?
উত্তর:- ১৩ লক্ষ গুন বড়।
70. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি?
উত্তর:- সূর্য হলো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা।
71. আমাদের ছায়াপথের নাম কি?
উত্তর:- আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা।
72. পৃথিবীর কয়টি গতি ও কি কি?
উত্তর:- পৃথিবীর দুটি গতি। যথা: [i] আহ্নিক গতি বা আবর্তন গতি। ও [ii] বার্ষিক গতি বা
পরিক্রমণ গতি।
73. পৃথিবীর অক্ষ কাকে বলে?
উত্তর:- পৃথিবীর যে কাল্পনিক রেখার চারি দিকে আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা Earth's Axis বলে।
74. পৃথিবীর কয়েকটি মেরু ও কি কি?
উত্তর : পৃথিবীর দুটি মেরু। যথা : উত্তর মেরু বা
সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরু।
75. নিরক্ষরেখার আরেক নাম কি?
উত্তর:- নিরক্ষরেখার আরেক নাম বিষুবরেখা।
76. আমাদের দেশ ভারত বর্ষ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর:- আমাদের দেশ ভারত বর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত।
77. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে?
উত্তর:- পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে
পরিক্রমণ করে।
78. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারদিকে আবর্তন করে?
উত্তর:- পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে
আবর্তন করে।
79. পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত?
উত্তর:- পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার।
80. মুক্তি বেগ কাকে বলে?
উত্তর:- কোন বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মধ্যাকর্ষণ
আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেই ব্যাংকেই কই গ্রহের মুক্তিবেগ বলে।
81. পৃথিবীর মুক্তিবেগ বা escape velocity কত?
উত্তর:- পৃথিবীর মুক্তি বেগ প্রতি সেকেন্ডে ১১. ২ কিমি।
82. কৃত্রিম উপগ্রহ কে নূন্যতম কত বেগে উৎক্ষেপণ করা হয়?
উত্তর:- কৃত্রিম উপগ্রহ কে ন্যূনতম ১১. ২ কিমি/সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগে এর উৎক্ষেপণ
করা হয়।
83. পৃথিবীর কক্ষপথ কাকে বলে?
উত্তর:- পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ।
84. পৃথিবীর কক্ষতল কাকে বলে?
উত্তর:- পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল
বলে।
85. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
উত্তর:- পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার।
86. সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত?
উত্তর:- সূর্য পৃথিবীর কক্ষতল এর ফোকাস বা নাভিতে অবস্থিত।
87. কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন?
উত্তর:- বিজ্ঞানী কেপলার।
88. কেপলারের প্রথম সূত্রটি লেখ কি?
উত্তর:- কেপলারের প্রথম সূত্র: প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ
করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে।
89. পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় _____।
উত্তর:- সমান থাকে না।
90. অপসূর অবস্থান বা Aphelion কাকে বলে?
উত্তর:- 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি কুড়ি লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর
অবস্থান বলা হয়।
91. অনুসুর অবস্থান বা perihelion কাকে বলে?
উত্তর:- 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি।
একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়।
92. ______ হল প্রাকৃতিক ঘড়ি।
উত্তর:- সূর্য হলো প্রাকৃতিক ঘড়ি।
93. নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর:- নিজের অক্ষ কে আবর্তন করতে পৃথিবীর 23 ঘন্টা 46 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ প্রায় 24 ঘন্টা সময় লাগে।
94. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর:- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট
46 সেকেন্ড অর্থাৎ প্রায় 365 দিন 6
ঘন্টা সময় লাগে।
95. চান্দ্রমাস কাকে বলে?
উত্তর:- পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে চান্দ্রমাস বলে।
96. সৌর বছর কাকে বলে?
উত্তর:- পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে । এই সময়টাকে সৌর বছর বলে।
97. পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি কেন?
উত্তর:- সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর 365 দিন সময় লাগে । 365 দিন সময়কে এক
বছর [বর্ষ] বলে। তাই পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি।
98. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়?
উত্তর:- দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়।
99. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়?
উত্তর:- সকালে ও বিকালে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়।
100. কোন তারিখটা প্রতিবছর ক্যালেন্ডারে পাওয়া যায় না?
উত্তর:- 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতিবছর ক্যালেন্ডারে পাওয়া যায় না।
101. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
উত্তর:- আমাদের ক্যালেন্ডারের একবছর আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণ এর সময় এক
হওয়া উচিত। কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে এক বছর ধরা হয়। ফলে প্রতিবছর 5 ঘন্টা
48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় থেকে
যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন
যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাছটা হয় 29
দিনের, আর বছরটা হয় 366 দিনের। 366 দিনের বছরকে বলে অধিবর্ষ লিপ ইয়ার।
সংক্ষেপে বললে হবে,-
যে বছরের ফেব্রুয়ারি মাস্টি হয় 29 দিনের এবং বছরটি
হয় 366 দিনের সেই বছরটিকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। যেমন : 2004 সাল, 2008 সাল ইত্যাদি।
102. কিভাবে বুঝবে কোনো সালটি অধিবর্ষ কিনা?
উত্তর:- শতাব্দি বছরগুলোকে 400 দিয়ে এবং
অন্য বছর গুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে
সেই বছর অধিবর্ষ হবে।
যেমন: 2300 সালটি একটি শতাব্দি বছর। তাই 400 দিয়ে
ভাগ করব।400 দিয়ে ভাগ করলে 300 ভাগশেষ থাকে তাই ওই সালটি অধিবর্ষ নয়। আবার 2004
সালটি শতাব্দি বছর নয় তাই একে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কোন
অবশিষ্ট থাকে না তাই এটি একটি অধিবর্ষ।
103. সূর্যে প্রতি মুহূর্ত ____ গ্যাস ____ গ্যাসে রূপান্তরিত হয়।
উত্তর:- সূর্যের প্রতি মুহূর্ত হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়।
”
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh
VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম
শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম
শ্রেণীর ভূগোল সাজেশন / সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 7 Geography
Suggestion / Class 7 Geography Question
and Answer / Class 7 Geography Suggestion / Class 7 Pariksha Geography
Suggestion / Geography Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type
Question and Answer / Class 7 Geography Suggestion FREE PDF Download)
পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর
(Class
7 Geography Suggestion / West Bengal Seventh VII Question and Answer,
Suggestion / WBBSE Class 7th Geography Suggestion / Class 7 Geography Question and Answer / Class 7 Geography Suggestion / Class 7 Pariksha Suggestion / Class
7 Geography Exam Guide / Class 7 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023,
2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Geography Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 7 Geography
Suggestion FREE PDF Download) সফল হবে।
পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর
পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর পরিক্রমণ Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর। পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম
শ্রেণীর ভূগোল ] পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর পরিক্রমণ Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন উত্তর।
সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
পরিক্রমণ
পৃথিবীর পরিক্রমণ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল পৃথিবীর পরিক্রমণ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পৃথিবীর পরিক্রমণ Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 7 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class 7 Geography ) – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর
পরিক্রমণ | Class 7 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – পৃথিবীর
পরিক্রমণ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর | Class 7 Geography Question and Answer, Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ | সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ | পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ | সপ্তম
শ্রেণীর ভূগোল সহায়ক – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer, Suggestion | Class 7 Geography Question and Answer Suggestion | Class 7 Geography Question and Answer Notes | West Bengal Class
7th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 7th Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
পরিক্রমণ
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Geography
Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পৃথিবীর পরিক্রমণ । Class 7 Geography Question and Answer Suggestion.
WBBSE
Class 7 Geography Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পৃথিবীর পরিক্রমণ | Class 7 Geography Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 7 Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
পরিক্রমণ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
7 Geography Question and Answer
Suggestions | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ | সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography Question and Answer সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography Question and Answer সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 7 Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
পরিক্রমণ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
7 Geography Question and Answer
Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর পরিক্রমণ MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Geography
Suggestion Download WBBSE Class 7th Geography short question suggestion . Class
7 Geography Suggestion download Class 7th
Question Paper Geography. WB Class 7 Geography suggestion and important
question and answer. Class 7 Suggestion pdf.
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
7 Geography Question and Answer Question
and Answer prepared by expert subject teachers. WB Class 7 Geography Suggestion
with 100% Common in the Examination .Class Seventh VII Geography Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 7 Exam Class 7 Geography
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Geography Suggestion is
provided here. Class 7 Geography
Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in
Free here.
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography
Question and Answer with FREE PDF Download Link
পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer পৃথিবীর পরিক্রমণ সপ্তম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer ”