দশম শ্রেণীর বাংলা : আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

দশম শ্রেণীর বাংলা : আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর | Class 10 Bengali Question and Answer : আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বহুবিকল্পভিত্তিকসংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি

 

1. অরণ্যপথ কেমন ?

(A) সূর্যহারা

(B) অন্ধ

(C) বাষ্পাকুল

(D) পিচ্ছিল

Ans: (C) বাষ্পাকুল

2. অরণ্যপথে ধূলি পঙ্কিল হল –

(A) রক্তে মিশে

(B) অশ্রুতে মিশে

(C) ঘামে ভিজে

(D) রক্তে – অশ্রুতে মিশে

Ans: (D) রক্তে – অশ্রুতে মিশে

3. ‘ তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে / পঙ্কিল হল ধূলি তোমার ____ মিশে । ‘ ( শূন্যস্থান )

(A) বিরূপের ছদ্মবেশে

(B) অপমানিত ইতিহাসে

(C) শেষ রশ্মিপাতে

(D) রক্তে – অশ্রুতে

Ans: (D) রক্তে – অশ্রুতে

4. যারা কাঁটা – মারা জুতো পরেছিল , তারা হল—

(A) দস্যু

(B) নেকড়ে

(C) মানুষ – ধরার দল

(D) পশু

Ans: (A) দস্যু

5. বীভৎস কাদার পিন্ড কী দিয়ে গেল ?

(A) ভাষাহীন ক্রন্দন

(B) পদচিহ্ন

(C) চিরচিহ্ন

(D) অপমান

Ans: (C) চিরচিহ্ন

6. ‘ বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার ____ ( শূন্যস্থান )

(A) কালো ঘোমটার নীচে

(B) কৃপণ আলোর অন্তঃপুরে

(C) অপমানিত ইতিহাসে

(D) মায়ের কোলে

Ans:

7. যে – মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল , তা অবস্থিত

(A) রুদ্ধ সমুদ্রে

(B) সমুদ্রপারে

(C) সূর্যহারা অরণ্যে

(D) মানবীর দ্বারে

Ans: (B) সমুদ্রপারে

8. পূজার ঘণ্টা কখন বাজছিল

(A) সকালে

(B) সন্ধ্যায়

(C) সকালে – সন্ধ্যায়

(D) মধ্যরাতে

Ans: (C) সকালে – সন্ধ্যায়

9. কার নামে পুজার ঘণ্টা বাজছিল ?

(A) সভ্য দেশগুলির নামে

(B) ঔপনিবেশিক শাসকের নামে

(C) আফ্রিকার রাজার নামে

(D) দয়াময় দেবতার নামে

Ans: (D) দয়াময় দেবতার নামে

10. কবির সংগীতে বেজে উঠেছিল—

(A) মধুর বাংকার

(B) পূজার ঘণ্টা

(C) সুন্দরের আরাধনা

(D) সুরের মূর্ছনা

Ans: (C) সুন্দরের আরাধনা

11. শিশুরা খেলছিল _____ 

(A) মায়ের কোলে

(B) পাড়ায় পাড়ায়

(C) গুপ্ত গহ্বরে

(D) বাষ্পাকুল অরণ্যপথে

Ans: (A) মায়ের কোলে

12. আজ কোন্ দিকে ঝড় আসছে ?

(A) পূর্ব দিগন্তে

(B) পশ্চিম দিগন্তে

(C) উত্তর দিগন্তে

(D) দক্ষিণ দিগন্তে

Ans: (B) পশ্চিম দিগন্তে

13. পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে ?

(A) প্রভাত কালে

(B) দ্বিপ্রহরে 

(C) গোধূলি বেলায়

(D) প্রদোষ কালে

Ans: (D) প্রদোষ কালে

14. ‘ প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’— ‘ প্রদোষ ‘ শব্দের অর্থ –

(A) ভোর

(B) রাত্রি

(C) দুপুর

(D) সন্ধ্যা

Ans: (D) সন্ধ্যা

15. আফ্রিকাকে নিবিড় পাহারায় বাঁধা হয়েছিল—

(ক) প্রহরীদের

(খ) সমুদ্রের

(গ) সাম্রাজ্যবাদীদের

(ঘ) বনস্পতির

উত্তর- (ঘ) বনস্পতির

16. আফ্রিকার ধূলি পঙ্কিল হল—

(ক) প্রদোষকালের ঝক্কায়

(খ) আফ্রিকাবাসীদের রক্তে

(গ) আফ্রিকার রক্ত আর অশুতে মিশে

(ঘ) আকস্মিক বন্যায়

উত্তর- (গ) আফ্রিকার রক্ত আর অশুতে মিশে

17. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’—মানহারা মানবী’ হল—

(ক) ভারতবর্ষ

(খ) আফ্রিকা

(গ) সাম্রাজ্যবাদীরা

(ঘ) যুগান্তের কবি

উত্তর- (খ) আফ্রিকা

18. আফ্রিকার মন ছিল—

(ক) চেতনাতীত

(খ) কুটিল

(গ) চল

(ঘ) দুর্বোধ

উত্তর- (ক) চেতনাতীত

19. আফ্রিকা’ কবিতায় আদিম যুগ ছিল—

(ক) অন্ধকার

(খ) ঝাময়

(গ) শান্ত

(ঘ) উদ্ভ্রান্ত

উত্তর- (ঘ) উদ্ভ্রান্ত

20. বাষ্পকুল অরণ্য পথে’—অরণ্যপথ বাষ্পকুল কেন?

(ক) আকস্মিক বন্যায়

(খ) প্রবল ঝড়ে

(গ) প্রদোষকালের ঝায়

(ঘ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে

উত্তর- (ঘ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে

21. আফ্রিকা’ কবিতায় কাকে ক্ষমা করাে’ শব্দগুচ্ছ উচ্চারণ করতে বলা হয়েছে/ক্ষমা চাইতে বলা হয়েছে—

(ক) বিশ্বকবিকে

(খ) আফ্রিকাকে

(গ) যুগান্তের কবিকে

(ঘ) মানহারা মানবীকে

উত্তর- (গ) যুগান্তের কবিকে

22. আফ্রিকা কবিতায় কার তীক্ষ্ণ নখের কথা বলা হয়েছে?

(ক) শকুনের

(খ) সিংহের

(গ) নেকড়ের

(ঘ) চিতা বাঘের

উত্তর- (গ) নেকড়ের

23. যুগান্তের কবিকে কার দ্বারে দাঁড়াতে বলা হয়েছে?

(ক) সর্বহারা মানুষের

(খ) দয়াময় দেবতার

(গ) মানহারা মানবী আফ্রিকার

(ঘ) সাম্রাজ্যবাদীর

উত্তর- (গ) মানহারা মানবী আফ্রিকার

24. আফ্রিকা হল একটি –

(A) শহর

(B) মহাসাগর

(C) মহাদেশ

(D) উপমহাদেশ

Ans: (C) মহাদেশ

25. স্রষ্টার অসন্তোষ ছিল –

(A) তাঁর সৃষ্টির প্রতি

(B) নিজের প্রতি

(C) আফ্রিকার প্রতি

(D) পশ্চিমি দুনিয়ার প্রতি

Ans: (B) নিজের প্রতি

26. কবি আদিম যুগের যে – বিশেষণ ব্যবহার করেছেন , তা হল—

(A) চেতনাতীত

(B) দৃষ্টি – অতীত

(C) অপমানিত

(D) উদভ্রান্ত

Ans: (D) উদভ্রান্ত

27. নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন—

(A) কবি

(B) ছায়াবৃতা

(C) দয়াময় দেবতা

(D) স্রষ্টা

Ans: (D) স্রষ্টা

28. নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন , কারণ—

(A) বিভীষিকার প্রচণ্ড মহিমা

(B) সভ্যের বর্বর লোভ

(C) নিজের প্রতি অসন্তোষ

(D) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত

Ans: (C) নিজের প্রতি অসন্তোষ

29. যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল , সে হল –

(A) দুর্গমের রহস্য

(B) দৃষ্টি – অতীত জাদু

(C) যুগান্তরের কবি

(D) রুদ্র সমুদ্রের বাহু

Ans: (D) রুদ্র সমুদ্রের বাহু

30. রুদ্র সমুদ্রের বাহু ‘ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল –

(A) জলতরঙ্গের বন্ধনে

(B) নিভৃত অবকাশে

(C) পর্বতকন্দরে

(D) বনস্পতির নিবিড় পাহারায়

Ans: (D) বনস্পতির নিবিড় পাহারায়

31. আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল –

(A) দুর্বোধ

(B) কৃপণ

(C) আবিল

(D) নগ্ন

Ans: (B) কৃপণ

32. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল—

(A) দুর্বোধ সংকেত

(B) ভাষাহীন ক্রন্দন

(C) নির্লজ্জ অমানুষতা

(D) দুর্গমের রহস্য

Ans: (D) দুর্গমের রহস্য

33. আফ্রিকা চিনেছিল জল – স্থল – আকাশের –

(A) দুর্বোধ সংকেত

(B) দুর্গমের রহস্য

(C) জাদু

(D) বিদ্রূপ

Ans: (A) দুর্বোধ সংকেত

34. প্রকৃতির দৃষ্টি – অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল , তা হল 

(A) বিভীষিকা

(B) অসন্তোষ

(C) ক্রন্দন

(D) মন্ত্র

Ans: (D) মন্ত্র

35. আফ্রিকা বিদ্রূপ করছিল –

(A) নতুন সৃষ্টিকে

(B) শঙ্কাকে

(C) আপনাকে

(D) ভীষণকে

Ans: (D) ভীষণকে

36. আফ্রিকা বিদ্রূপ করছিল ভীষণকে-

(A) বিভীষিকার প্রচণ্ড মহিমায়

(B) কালো ঘোমটার নীচে

(C) বিরূপের ছদ্মবেশে

(D) তাণ্ডবের দুন্দুভিনিনাদে

Ans: (C) বিরূপের ছদ্মবেশে

37. কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ?

(A) কবি

(B) আফ্রিকা

(C) রুদ্র সমুদ্রের বাহু

(D) দৃষ্টি – অতীত জাদু

Ans: (B) আফ্রিকা

38. ‘ তাণ্ডব ‘ শব্দের অর্থ হল –

(A) অপমান

(B) তছনছ করা

(C) হইচই করা

(D) উদ্দাম নাচ

Ans: (D) উদ্দাম নাচ

39. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল—

(ক) দুর্গমের রহস্য

(খ) জল স্থল আকাশের দুর্বোধ সংকেত

(গ) প্রাকৃতিক রহস্য

(ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত

উত্তর- (খ) জল স্থল আকাশের দুর্বোধ সংকেত

40. প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল’-কে ছিনিয়ে নিয়ে গেল?

(ক) স্রষ্টা

(খ) নির্লজ্জ অমানুষ

(গ) সাম্রাজ্যবাদীরা

(ঘ) রুদ্র সমুদ্রের বাহু

উত্তর- (ঘ) রুদ্র সমুদ্রের বাহু

41.  স্রষ্টা ঘন ঘন মাথা নেড়ে ছিলেন—

(ক) অসন্তোষে

(খ) অধৈর্যে

(গ) যন্ত্রণায়

(ঘ) অতৃপ্তিতে

উত্তর- (খ) অধৈর্যে

42. “আফ্রিকা’ কবিতায় সমুদ্রকে যে বিশেষণে বিশেষায়িত করা হয়েছে—

(ক) শান্ত,

(খ) রুদ্র

(গ) উগ্র

(ঘ) ভয়ঙ্কর

উত্তর- (খ) রুদ্র

43. সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল—

(ক) ভালাে থেকো

(খ) ভালােবেসাে

(গ) ক্ষমা করাে

(ঘ) মঙ্গল করাে

উত্তর- (গ) ক্ষমা করাে

44. নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন —

(ক) সাম্রাজ্যবাদীরা

(খ) রুদ্র সমুদ্রের বাহু

(গ) স্রষ্টা

(ঘ) দস্যুরা

উত্তর- (গ) স্রষ্টা

45. “আপনাকে উগ্র করে”—নিজেকে উগ্র করেছিল—

(ক) স্রষ্টা

(খ) দয়াময় দেবতা

(গ) যুগান্তের কবি

(ঘ) আফ্রিকা

উত্তর- (ঘ) আফ্রিকা

46. মন্দিরে বাজছিল’ —

(ক) ক্রন্দনধ্বনি

(খ) পুজোর ঘণ্টা

(গ) শঙ্খ

(ঘ) দুন্দুভি

উত্তর- (খ) পুজোর ঘণ্টা

47. শিশুরা খেলছিল’ 

(ক) খেলার মাঠে

(খ) দোলনায়

(গ) মন্দিরে

(ঘ) মায়ের কোলে

উত্তর- (ঘ) মায়ের কোলে

48. প্রদোষ কালে পশুরা বেরিয়ে এসেছিল—

(ক) আফ্রিকার জঙ্গল থেকে

(খ) খাঁচার ভেতর থেকে

(গ) গুপ্ত গহ্বর থেকে

(ঘ) দিগন্তের থেকে

উত্তর- (গ) গুপ্ত গহ্বর থেকে

49. অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘােষণা করেছিল—

(ক) ঝা বাতাস

(খ) পশুরা

(গ) যুগান্তরের কবি

(ঘ) দস্যুরা

উত্তর- (খ) পশুরা

50. কবির সংগীতে বেজে উঠেছিল—

(ক) প্রলয়ের ঘণ্টা

(খ) ঈশ্বরের বন্দনা

(গ) সুন্দরের আরাধনা

(ঘ) পুণ্যবাণী

উত্তর- (গ) সুন্দরের আরাধনা

51. রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধে ফেলেছিল—

(ক) বনস্পতির নিবিড় পাহারায়

(খ) ঘন একাকিত্বে

(গ) সাম্রাজ্যবাদীদের মাঝে

(ঘ) হিংস্র প্রলাপের বন্ধনে

উত্তর- (ক) বনস্পতির নিবিড় পাহারায়

52. আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল—

(ক) যুগান্তের কবিকে

(খ) ভীষণ-কে

(গ) দুর্গমকে

(ঘ) শঙ্কাকে

উত্তর- (খ) ভীষণ-কে

53.  এল ওরা”—ওরা যা নিয়ে এসেছিল —

(ক) লােহার বেড়ি

(খ) লােহার হাতকড়ি

(গ) তরবারি

(ঘ) দেবতার মূর্তি

উত্তর- (খ) লােহার হাতকড়ি

54. “ক্ষমা করাে”—কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে ?

(ক) স্রষ্টার

(খ) আফ্রিকার

(গ) যুগান্তের কবির

(ঘ) রুদ্র দেবের

উত্তর- (খ) আফ্রিকার

55.  ক্ষমা করাে”—কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে?

(ক) মানহারা মানবীকে

(খ) আফ্রিকাকে

(গ) যুগান্তের কবিকে

(ঘ) রুদ্র দেবকে

উত্তর- (গ) যুগান্তের কবিকে

56. “ঘােষণা করল দিনের অন্তিমকাল”—দিনের অন্তিম কাল ঘােষণা হয়েছিল—

(ক) পুজোর ঘন্টা বাজিয়ে

(খ) সুন্দরের আরাধনায়

(গ) ঝঞা বাতাসে

(ঘ) অশুভ ধ্বনিতে

উত্তর- (ঘ) অশুভ ধ্বনিতে

57. কালাে ঘােমটার নীচে অপরিচিত ছিল—

(ক) আদিম রূপ

(খ) মানব রূপ

(গ) হিংস্র রূপ

(ঘ) বর্বর রূপ

উত্তর- (খ) মানব রূপ

58. চিরচিহ্ন দিয়ে গেল

(ক) ইতিহাসের পাতায়

(খ) মানুষের মনে

(গ) ভবিষ্যতের ভাবনায়

(ঘ) অপমানিত ইতিহাসে

উত্তর- (ঘ) অপমানিত ইতিহাসে

59. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল

(ক) দুর্গমের রহস্য

(খ) বিরূপের ছদ্মবেশ

(গ) দুর্বোধ সংকেত

(ঘ) দৃষ্টি অতীত জাদু

উত্তর- (ক) দুর্গমের রহস্য

60. আদিম যুগে স্রষ্টার অসন্তোষ ছিল

(ক) দেবতার প্রতি

(খ) সংগীতের প্রতি

(গ) নিজের প্রতি

(ঘ) সাম্রাজ্যবাদীদের প্রতি

উত্তর- (গ) নিজের প্রতি

61.  এল ওরা”—ওরা হল

(ক) আমেরিকানরা

(খ) ইউরােপীয়রা

(গ) আর্যরা

(ঘ) ভিক্ষুকেরা

উত্তর- (খ) ইউরােপীয়রা

62. ‘ আফ্রিকা ‘ কবিতায় কবি ‘ ছায়াবৃতা ‘ সম্বোধন করেছেন –

(A) আদিম অরণ্যকে

(B) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে

(C) আফ্রিকাকে

(D) ঔপনিবেশিক শাসনকে

Ans: (C) আফ্রিকাকে

63. আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন , কারণ—

(A) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো

(B) আফ্রিকা জঙ্গলাকীর্ণ

(C) আফ্রিকায় ছ – মাস রাত্রি থাকে

(D) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে

Ans: (B) আফ্রিকা জঙ্গলাকীর্ণ

64. কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল ?

(A) উপেক্ষার আবিল দৃষ্টি

(B) মানুষের শুভবুদ্ধি

(C) সভ্যের বর্বর লোভ

(D) আফ্রিকার মানবরূপ

Ans: (D) আফ্রিকার মানবরূপ

65. উপেক্ষার দৃষ্টি কেমন ছিল ?

(A) আবিল

(B) তীক্ষ্ণ

(C) বর্বর

(D) অন্ধ

Ans: (A) আবিল

66. ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ ওরা ’ এল—

(A) লোহার হাতকড়ি নিয়ে

(B) মানুষ – ধরার দল নিয়ে

(C) অরণ্যপথে

(D) সমুদ্রপারে

Ans: (A) লোহার হাতকড়ি নিয়ে

67. ‘ এল ওরা লোহার হাতকড়ি নিয়ে — ওরা হল –

(A) ভারতীয়

(B) আমেরিকান

(C) ইউরোপীয়

(D) জংলি উপজাতি

Ans: (C) ইউরোপীয়

68. মানুষ – ধরার দলের নথ ছিল –

(A) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ

(B) ইগলের চেয়ে কঠিন

(C) সিংহের চেয়ে ধারালো

(D) বাঘের চেয়ে নির্দয়

Ans: (A) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ

69. মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্য ছিল –

(A) ভাষাহীন ক্রন্দন

(B) কৃপণ আলো

(C) সূর্যহারা অরণ্য

(D) বীভৎস কাদার শিশু

Ans: (C) সূর্যহারা অরণ্য

70. সভ্যের লোভ কেমন ?

(A) নির্লজ্জ

(B) আবিল

(C) বর্বর

(D) পঙ্কিল

Ans: (C) বর্বর

71. সভ্যের বর্বর লোভ নগ্ন করল –

(A) উপেক্ষার আবিল দৃষ্টিকে

(B) আপন নির্লজ্জ অমানুষতাকে

(C) আফ্রিকার মানবরুপকে

(D) মানুষ ধরার দলকে

Ans: (B) আপন নির্লজ্জ অমানুষতাকে

 

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন  উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

 

1.   সভ্যের বর্বর লোভ ‘ বলতে কী বোঝানো হয়েছে ?

Ans: ইউরোপের তথাকথিত ‘ সভ্য ‘ জাতিগুলি আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে সেখানকার সম্পদ লুঠ করে স্থানীয় মানুষদেরকে ক্রীতদাসে পরিণত করে । এই নির্মমতাকেই কবি শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের ‘ বর্বর লোভ বলে অভিহিত করেছেন

2. ‘ এল মানুষ – ধরার দল মানুষ ধরার দলের স্বভাব কেমন ছিল ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ মানুষ – ধরার দল ’ অর্থাৎ সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী দাসব্যবসায়ী । তারা পীড়ন – অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল

3. নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।— কীভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল ?

Ans: পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও আগ্রাসনে ক্ষতবিক্ষত হয় আফ্রিকা মহাদেশ । প্রাকৃতিক সম্পদ লুঠ , স্থানীয় সংস্কৃতির বিনাশ এবং কদর্য দাসপ্রথার প্রচলনের মধ্য দিয়ে শ্বেতাঙ্গ শাসকেরা তাদের ‘ নির্লজ্জ অমানুষতা ’ – র প্রকাশ ঘটিয়েছিল 

4. ‘ স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে— স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ’ কবিতা অনুসারে , উদ্ভ্রান্ত সেই আদিম সময়ে স্রষ্টা তাঁর নিজের সৃষ্টির মধ্যে খুঁত বা ঘাটতি দেখে বিরূপতায় নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠেছিলেন

5. বিদ্রূপ করেছিলে ভীষণকে কীভাবে ‘ বিদ্রূপ ” করেছিল ?

Ans: পাঠ্য কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রূপ করেছিল

6. ‘ তোমার চেতনাতীত মনে ।’— ‘ চেতনাতীত ‘ কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতায় কল্পনা করা যায় এমন সময়কালেরও আগেকার সময়কে বোঝাতে ‘ চেতনাতীত ‘ শব্দটিকে ব্যবহার করা হয়েছে

7. ‘ এল মানুষ – ধরার দল ‘ মানুষ – ধরার দল বলতে কী বোঝ ?

Ans: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতায় নির্মম অত্যাচারী ও দাসব্যবসায়ী ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসককে ‘ মানুষ – ধরার দল ’ বলা হয়েছে

8. ‘ কৃপণ আলোর অন্তঃপুরে বলার অর্থ কী ?

Ans: ‘ কৃপণ আলোর অন্তঃপুরো কথাটির অর্থ যেখানে আলোর প্রবেশপথ সুগম নয় । অর্থাৎ উদ্ধৃতাংশটি জঙ্গলময় আফ্রিকার দুর্গম ও অন্ধকার রহস্যময়তার প্রতীক

9. ‘ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে , আফ্রিকা কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতা অনুসারে উত্তাল সমুদ্র , প্রাচী ধরিত্রীর হৃদয় থেকে অর্থাৎ পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

10. মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতায় যুগান্তের কবিকে মানহারা মানবীর স্বারে দাঁড়ানোর কথা বলা হয়েছে

11. ‘ শিশুরা খেলছিল মায়ের কোলে ; কোন কবিতার অংশ ?

Ans: প্রশ্নে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতা থেকে নেওয়া

12. ‘ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ‘ চিরচিহ্ন ‘ বলতে কবি কী বুঝিয়েছেন ?

Ans: সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসকের অত্যাচারে – অপমানে | যুগ যুগ ধরে ক্ষতবিক্ষত আফ্রিকার কলঙ্কিত ইতিহাসকে কবি “ চিরচিহ্ন শব্দটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন

13. ‘ কালো ঘোমটার নীচে / অপরিচিত ছিল তোমার মানবরূপ … – ‘ কালো ঘোমটা কী ?

Ans: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে আদিম অরণ্যে ঘেরা আফ্রিকার যে  ছায়া ও অন্ধকারের বিস্তার , তাকেই ‘ কালো ঘ োমটা ‘ আখ্যায়িত করা হয়েছে

14.  হায় ছায়াবৃতা’—আফ্রিকাকে ছায়াবৃতা’ বলার কারণ কী?

উত্তর : আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে

15.  মানহারা মানবী’ কে?

উত্তর : মানহারা মানবী’ বলতে হৃতসর্বস্ব আফ্রিকাকে বােঝানাে হয়েছে

16. ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’—“ছিনিয়ে নিয়ে যাওয়া’ বলতে কী বােঝানােনা হয়েছে?

উত্তর :ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে বলপূর্বক কেড়ে নেওয়াকে বােঝায়, তবে এখানে আফ্রিকার জন্মবৃত্তান্তকে নির্দেশ করা হয়েছে

17.  ছিনিয়ে নিয়ে গেল তােমাকে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল?

উত্তর : রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

18. সভ্যের বর্বর লােভ’ কী নগ্ন করেছিল?

উত্তর :সভ্যের বর্বর লােভ’ নিজের নির্লজ্জ অমানুষকে নগ্ন রূপে প্রকাশ করেছিল

19. . আজ যখন পশ্চিম দিগন্তে’—পশ্চিম দিগন্তে কী ঘটেছে?

উত্তর : প্রদোষকালে পশ্চিম দিগন্তে ঝঞা বাতাস রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছিল

20.  গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এল’–এসে কী করল?

উত্তর : গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘােষণা করল

21.  পঙ্কিল হল ধূলি—ধূলি কীভাবে পঙ্কিল হয়েছিল?

উত্তর : লাঞ্ছিতা আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অরণ্য পথের ধুলাে পঙ্কিল হয়েছিল

22.  বিদ্রুপ করেছিলে ভীষণকে—কীভাবে বিদ্রুপ করেছিল?

উত্তর : আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রুপ করেছিল

23. ১ আফ্রিকা নিভৃত অবকাশে কী কী করেছিল?

উত্তর :নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল আর চিনে নিয়েছিল জল-স্থল-আকাশের দুর্বোধ সংকেত

24. ‘এল ওরা লােহার হাতকড়ি নিয়ে’–‘ওরা কারা?

উত্তর : ওরা’ হল তথাকথিত সভ্য তথা ইউরােপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়

25. ‘এসাে যুগান্তের কবি’—কবির ভূমিকাটি কী হবে?

উত্তর :যুগান্তের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন।

26. ‘তােমার অপমানিত ইতিহাসে’–ইতিহাস কীভাবে অপমানিত হয়েছিল ?

উত্তর : সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর পৈশাচিক অত্যাচার চালায়। সাম্রাজ্যবাদীদের এই কৃতকর্মই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছিল

27. পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের প্রকাশকাল উল্লেখ করো

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের প্রকাশকাল ১৩৪৩ বঙ্গাব্দের ২৫ বৈশাখ

28. পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে ‘আফ্রিকা’ কবিতাটি ছিল কি?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে (প্রকাশ ২৫ বৈশাখ, ১৩৪৩ বঙ্গাব্দ) ‘আফ্রিকা’ কবিতাটি ছিল না

29. পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ ১৩৪৫ বঙ্গাব্দের ২৫ শ্রাবণ প্রকাশিত হয়

30. পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ক-টি কবিতা সংযোজিত হয়?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে দুটি কবিতা সংযোজিত হয়,যার একটি হল ‘আফ্রিকা’ |

31.  পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে আফ্রিকা’ কবিতাটি কত সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ‘আফ্রিকা’ কবিতাটি ষোলো সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়

32. ‘আফ্রিকা’ কবিতাটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দে

33.  রবীন্দ্রনাথের জীবনকালে ‘আফ্রিকা’ কবিতাটির ভিন্নতর পাঠ কোথায় প্রকাশিত হয়েছিল?

উত্তর: রবীন্দ্রনাথের জীবনকালে ‘আফ্রিকা’ কবিতাটির ভিন্নতর একটি পাঠ প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকায়, আশ্বিন, ১৩৪৪ বঙ্গাব্দে

34.  রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ‘আফ্রিকা' কবিতার আর একটি পাঠ কোথায় প্রকাশিত হয়েছিল?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ‘আফ্রিকা’ কবিতার আর-একটি পাঠ বিশ্বভারতী পত্রিকা-র শ্রাবণ-আশ্বিন ১৩৫১ সংখ্যায় প্রকাশিত হয়েছিল

35.  রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে ‘আফ্রিকা’ কবিতাটি লেখেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে ‘আফ্রিকা' কবিতাটি লেখেন

36. ‘আফ্রিকা’ কবিতাটি কোন সময়ের রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আফ্রিকা’ শীর্ষক কবিতাটি ২৮ মাঘ, ১৩৪৭ বঙ্গাব্দ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৭ খ্রিস্টাব্দ)-এর রচনা

37. “উদ্ভ্রান্ত সেই আদিম যুগে...”—‘আদিম যুগ’ বলতে কোন্ সময়পর্বের কথা বোঝানো হয়েছে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ বলতে বিশ্বসৃষ্টির সূচনাপর্বের কথা বোঝানো হয়েছে

38. “তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে...”—কে, কেন অধৈর্যে ঘনঘন মাথা নাড়িয়েছেন?

উত্তর: বিশ্বস্রষ্টা ঈশ্বর সৃষ্টিপর্বের শুরুর দিকে নিজের প্রতি অসন্তোষে তাঁর নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করেছিলেন আর অধৈর্যে ঘনঘন মাথা নাড়িয়েছিলেন

39. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা—”—কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল?

উত্তর: আলোচ্য অংশে বলা হয়েছে উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্বদিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল |

40. আফ্রিকা মহাদেশ কোন্ কোন্ সাগর দিয়ে ঘেরা?

উত্তর: ‘আফ্রিকা’ মহাদেশ প্রধানত আটলান্টিক ও ভারত মহাসাগর এবং তাদের বিভিন্ন উপসাগর দিয়ে ঘেরা

41. “কৃপণ আলোর অন্তঃপুরে।”—আলো ‘কৃপপ’ কেন?

উত্তর: আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে শক্ত কাঠের খুব লম্বা চিরহরিৎ বৃক্ষের ঘন অরণ্যভূমি | তা লতা ও আগাছাতে পরিপূর্ণ | সূর্যের আলো এই অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না। তাই সেখানে আলোকে ‘কৃপণ’ বলা হয়েছে

42. কালো ঘোমটার নীচে/অপরিচিত ছিল তোমার মানবরূপ...” এখানে ‘কালো ঘোমটা’ কী?

উত্তর: ‘কালো ঘোমটা’ বলতে এখানে আদিম অরণ্যে ঘেরা আফ্রিকার যে ছায়া ও অন্ধকারের বিস্তার তার কথা বলা হয়েছে |

43.  “...অপরিচিত ছিল তোমার মানবরূপ/ উপেক্ষার আবিল দৃষ্টিতে।”—কার মানবরূপ, কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল?

উত্তর: আলোচ্য অংশে আফ্রিকা মহাদেশের মানবরূপ যেন তার অরণ্যে- ঢাকা ‘কালো ঘোমটার নীচে’ সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে উপেক্ষা কলুষিত দৃষ্টিতে অপরিচিত ছিল

44. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে”—কাদের কথা বলা হয়েছে?

উত্তর: এখানে উন্নত ইউরোপীয় রাষ্ট্রশক্তিগুলি, যারা আফ্রিকাকে আক্রমণ করেছিল, তাদের কথা বলা হয়েছে

45. ‘এল মানুষ-ধরার দল।”—এখানে ‘মানুষধরার দল’ বলতে কাদের কথা বলা হয়েছে?

উত্তর: উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো, যারা আফ্রিকাকে ক্রীতদাস সরবরাহের কেন্দ্রে পরিণত করেছিল, এখানে তাদের কথা বলা হয়েছে

46. এল মানুষ-ধরার দল”—এই ‘মানুষ-ধরার দল’-এর বিশেষত্ব কী ছিল?

উত্তর: হিংস্রতায় এদের নখ ছিল আফ্রিকার অরণ্যচারী নেকড়ের থেকেও ধারালো

47. “হায় ছায়াবৃতা”——কাকে, কেন ‘ছায়াবৃতা' বলা হয়েছে?

উত্তর: আদিম, ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় তাকে ‘ছায়াবৃতা’ বলা হয়েছে

48.  'ছায়াবৃতা’ আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল?

উত্তর: ‘ছায়াবৃতা’ আফ্রিকার মুখ লুকানো ছিল কালো ঘোমটার নীচে অর্থাৎ আদিম অরণ্যের অন্ধকারে

49. “গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।"—তারা কী করল?

উত্তর: উন্নত সভ্যতার গর্বে অন্ধ সাম্রাজ্যবাদী শক্তিগুলি লোহার হাতকড়ি দিয়ে আফ্রিকার মানুষদের কৌশলে বন্দি করল এবং ক্রীতদাস বানাল |

50.  নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।”—কীভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল?

উত্তর: সাম্রাজ্যবিস্তারের লক্ষ্যে মানুষ মানুষকে দীর্ঘকাল ধরে শিকল পরিয়েছে। তথাকথিত সভ্য মানুষের ক্ষমতার প্রতি এই বর্বর লোভের মধ্য দিয়েই তাদের নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেয়েছে

51.  পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে...”—কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল?

ত্তর: পৃথিবীর নানা সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের উপনিবেশ গড়ার জন্য স্বাধীন আফ্রিকার মানুষকে শৃঙ্খলিত করল এবং তাদের ওপর বর্বর, অমানুষিক অত্যাচার চালাল ৷ এভাবেই এমন পরিস্থিতি তৈরি হল |

52. ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।”—কারা চিরচিহ্ন দিয়ে গেল?

উত্তর: তথাকথিত সভ্য’ এবং সাম্রাজ্যবাদী ইউরোপীয় রাষ্ট্রশক্তিগুলি চিরচিহ্ন দিয়ে গেল

53.  চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।”—ইতিহাস অপমানিত কেন?

উত্তর: পরাধীনতার গ্লানিতে, মানুষের অপমানে আফ্রিকার ইতিহাস অপমানিত | সেই অপমানের চিহ্নকে চিরস্থায়ী করে দিয়ে গেছে লোভী, হিংস্র বর্বর সাম্রাজ্যবাদী শক্তিগুলি |

54. “কবির সংগীতে বেজে উঠেছিল...”—কবির সংগীতে কী বেজে উঠেছিল?

উত্তর: কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা

55. “এসো যুগান্তের কবি...”—কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘যুগান্তের কবি’র কাছে কোন্ ডাক দিয়েছেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আসন্ন সন্ধ্যার শেষে অপমানিত আফ্রিকার পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন

56.  সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।”—সভ্যতার শেষ ‘পুণ্যবাণী’-টি কী হওয়া বাঞ্ছনীয় বলে কবি মনে করেন?

উত্তর: ‘আফ্রিকা’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যুগান্তের কবির কণ্ঠে সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি হওয়া উচিত ‘ক্ষমা করো’ |

57.  প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু/মন্ত্র জাগাচ্ছিল...”—‘প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: ‘প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু’ বলতে মানুষের কাছে অচেনা প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ নানা দিকগুলির কথা বলা হয়েছে | যার রহস্য আদিম মানুষ তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে ভেদ করতে পারেনি।

58.   উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কী ঘটেছিল ?

Ans: রবীন্দ্রনাথের  আফ্রিকা ‘ কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তাঁর সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন

59. ‘ তাঁর সেই অধৈর্যে ঘন – ঘন মাথা নাড়ার দিনে ঘনঘন মাথা নাড়ার কারণ কী ছিল ?

Ans: ‘ আফ্রিকা ’ কবিতায় স্রষ্টা তাঁর নতুন সৃষ্টির প্রতি বিরূপ হয়ে তাকে নিখুঁত করার জন্য অর্থাৎ বারংবার প্রাকৃতিক পটভূমি পরিবর্তনের জন্য অধৈর্যে ঘনঘন মাথা নাড়ছিলেন

60. ‘ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে , আফ্রিকা – কে তাকে ছিনিয়ে নিয়ে গেল ?

Ans: ‘ আফ্রিকা ’ কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন

সেইসময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

61. সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কীভাবে রেখেছিল ?

Ans: সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করে রেখেছিলেন । এক্ষেত্রে কবি কল্পনায় আফ্রিকার দুর্গম সৌন্দর্য ফুটে উঠেছে

62. আফ্রিকা নিভৃত অবকাশে কী করছিল ?

Ans: সমুদ্র যখন পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছিল তখন অরণ্যের অন্ধকারে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহে ব্যস্ত ছিল

63. ‘ চিনেছিলে জলস্থল – আকাশের দুর্বোধ সংকেত , —কে চিনেছিল ?

Ans: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ আফ্রিকা ’ কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে জল – স্থল – আকাশের দুর্বোধ সংকেতকে আফ্রিকা চিনেছিল

64. ‘ হায় ছায়াবৃতা , ’ — আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কী ?

Ans: মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন হয় । আবার অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃতা করে রাখে 

65. আফ্রিকা উপেক্ষিত কেন ?

Ans: আফ্রিকার প্রাকৃতিক দুর্গমতা ও রহস্যময়তা পৃথিবীর বাকি অংশ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে । আধুনিক সভ্যতার আলো সেখানে প্রবেশ করতে পারেনি । তাই সে উপেক্ষিত

66. ‘ এল ওরা লোহার হাতকড়ি নিয়ে ‘ – ‘ ওরা কারা ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ ওরা ‘ বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে , যারা আফ্রিকার মানুষদের বন্দি করে ব্রীতদাসে পরিণত করেছিল

67. "শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে"- কে, কীভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল ?

উত্তর: দুর্গম দুর্ভেদ্য ছায়াবৃতা আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, বিধ্বংসী তাণ্ডবলীলার প্রচন্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল

68. "... অপরিচিত ছিল তোমার মানবরূপ/ উপেক্ষার আবিল দৃষ্টিতে।"- কার মানবরূপ, কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল ?

উত্তর:  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে আফ্রিকা মহাদেশের মানবরূপ সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে যেন অরণ্যে ঢাকা কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল

69.  "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে"- চিরচিহ্ন বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক অত্যাচারে যুগ যুগ ধরে ক্ষতবিক্ষত আফ্রিকার কলঙ্কিত ইতিহাসকে 'চিরচিহ্ন' বলতে চেয়েছেন

70. "নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে"- এর দ্বারা কবি কী বুঝিয়েছেন ?

উত্তর : 'আফ্রিকা' কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার মানুষদের উপর সাম্রাজ্যবাদী শাসকের বর্বর ও পাশবিক অত্যাচারের ভয়াবহতার কথা বলতে গিয়ে তাদের বন্য নেকড়ের চেয়েও নিষ্ঠুর অহিংস বলে অভিহিত করেছেন

71. "বলো ক্ষমা করো" - কীসের জন্য এই ক্ষমাপ্রার্থনা ?

উত্তর: ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল যুগ যুগ ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনগোষ্ঠীর ওপর পাশবিক শোষণ চালিয়েছে । তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তের কবির এই ক্ষমাপ্রার্থনা

72. "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে"-- ওরা কারা ?

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতায় 'ওরা' বলতে সভ্যতার গর্বে গরিমাময় অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে

73. ‘ ছায়াবৃতা ‘ আফ্রিকার মুখ কোথায় লুকোনো ছিল । 

Ans: কালো ঘোমটার নীচে অর্থাৎ আদিম অরণ্যের ঘন অন্ধকারে ‘ ছায়াবৃতা ‘ আফ্রিকার মুখ লুকোনো ছিল  

74. অপরিচিত ছিল তোমার মানবরুপ / উপেক্ষার আবিল দৃষ্টিতে ! — কার মানবরূপ , কাদের কাছে উপেক্ষার আকিল দৃষ্টিতে অপরিচিত ছিল ?

Ans: প্রশ্নোদৃত অংশে আফ্রিকা মহাদশের মানবরূপ সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে যেন অরণ্যে ঢাকা ‘ কালো ঘোমটা ‘ – র নীচে অপরিচিত ছিল

75.   গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে – তাৎপর্য লেখো

Ans: সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতাবলে আফ্রিকার সভ্যতা , সংস্কৃতি ও মানবতার অপমৃত্যু ঘটিয়েছে । তাই  আফ্রিকা ‘ কবিতায় তাদের গর্বকে আফ্রিকার গভীর অন্ধকার বনভূমির চেয়ে অন্ধ বলা হয়েছে

76. ঔপনিবেশিকদের আগমনে আফ্রিকার অবস্থা কী হয়েছিল ?

Ans: সাম্রাজ্যবাদী শক্তির অমানবিক অত্যাচারে সাধারণ মানুষের রক্তে ও অশ্রুতে আফ্রিকার বনপথের ধুলো কর্দমাক্ত হয়েছে । শাসকের কাঁটা – মারা জুতোর তলার কাদার পিণ্ড আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে যায়

77. ‘ সমুদ্রপারে সেই মুহূর্তেই’— কোন্ মুহূর্তের কথা বলা হয়েছে ?

Ans: রবীন্দ্রনাথের  আফ্রিকা ’ কবিতার উদ্ধৃত পঙ্ক্তিটিতে ঔপনিবেশিক শক্তির কাছে আফ্রিকা যখন শোষিত ও লাঞ্ছিত হচ্ছিল সেই মুহূর্তের কথা বলা হয়েছে

78. আফ্রিকার দুর্দিনে কবি কীভাবে তার পাশে থাকতে চেয়েছেন ?

Ans: সাম্রাজ্যবাদী শক্তির ঘোর বিরোধী রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শাসন – পীড়নে ক্ষতবিক্ষত আফ্রিকার ওপর নির্মম অত্যাচার ও অপমানের জন্য যুগান্তের প্রতিভূ হয়ে তার কাছে ক্ষমা চাইতে চান

79. ‘ আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কী ঘটে চলেছিল ?

Ans: ‘ পশ্চিম দিগন্তে ‘ অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষণা করছিল

80. ‘ বলো ‘ ক্ষমা করো ” – কীসের জন্য এই ক্ষমাপ্রার্থনা

Ans: সাম্রাজ্যবাদী শক্তিসহ সভ্য দুনিয়া যুগ যুগ ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনজাতির ওপর বর্বরোচিত শোষণ চালিয়েছে । তার জন্য মানবসভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তের কবির এই ক্ষমাপ্রার্থনা

81. ‘ সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কী ঘটে চলেছিল ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতা অনুসারে সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়াতে দয়াময় দেবতার নামে সকাল  সন্ধ্যায় মন্দিরে বেজেছিল পুজোর ঘণ্টা । সেসময় মায়ের কোলে শিশুরা খেলছিল আর কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা

82. ‘ নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এর দ্বারা কবি কী বুঝিয়েছেন ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতায় কবি রবীন্দ্রনাথ আফ্রিকার মানুষদের ওপর সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকের বর্বর ও পাশবিক অত্যাচারের ভয়াবহতার কথা বলতে গিয়ে তাদের বন্য নেকড়ের চেয়েও নিষ্ঠুর এবং হিংস্র বলে অভিহিত করেছেন

83. ‘ নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত – নতুন সৃষ্টিটি কী ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ আফ্রিকা ’ কবিতায় নতুন সৃষ্টি বলতে এই পৃথিবীর আদিম শৈশবের কথা বলেছেন

84. ‘ কবির সংগীতে বেজে উঠেছিল— কী বেজে উঠেছিল ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ’ কবিতা অনুসারে কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা

85. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ আফ্রিকা  কবিতায় শেষ পুণ্যবাণীটি কী ছিল ?

Ans: শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শাসকের নির্দয় অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাকেই কবি হিংস্র প্রলাপের মাঝে সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন

86. ‘ এসো যুগান্তের কবি …. – কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ যুগান্তের কবি – র কাছে কোন্ আহ্বান জানিয়েছেন ? অথবা , কবির ভূমিকাটি কী হবে ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ যুগান্তের কবি ‘ – র কাছে , ‘ মানহারা মানবী ‘ তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছেন । অর্থাৎ , যুগান্তের কবি মানবতার পুণ্যবাণীতে সবাইকে উদ্বুদ্ধ ও দীক্ষিত করবেন

87. ‘ শিশুরা খেলছিল মায়ের কোলে ; ‘ — কখন শিশুরা খেলছিল ?

Ans: ‘ আফ্রিকা ‘ কবিতা অনুসারে বর্বর শ্বেতাঙ্গ শাসকের হাতে আফ্রিকার মানুষেরা যখন শোষিত ও অত্যাচারিত হচ্ছিল , তখন সমুদ্রপারে তাদের দেশে মন্দিরে বাজছিল ঘণ্টাধ্বনি আর নিশ্চিত্তে নিরাপদে শিশুরা খেলছিল মায়ের কোলে

88. ‘ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে , – ‘ তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে ?

Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আফ্রিকা ‘ কবিতা অনুসারে পৃথিবীর আদিম শৈশবে উত্তাল সমুদ্র , ধরিত্রীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

89. “বিদ্রূপ করছিলে ভীষণকে...”—কে ‘ভীষণ’-কে কীভাবে বিদ্রুপ করেছে?

উত্তর: নবগঠিত আফ্রিকা মহাদেশ নিজের প্রতিকূলতার ছদ্মবেশে প্রাকৃতিক ভয়ংকরতা ও ভীষণতাকে বিদ্রুপ করেছে

90. “শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে...”—কে, কীভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল?

উত্তর: দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে তুলে তার ভয়ংকর মহিমায়, বিধ্বংসী তাণ্ডবলীলার প্রচণ্ড শব্দে ভয়কে হার মানতে চেয়েছিল

91. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে"- কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল ?

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

92. "হায় ছায়াবৃতা"- আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কী ?

উত্তর: মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা পৃথিবীর জ্ঞানালোক থেকে বিছিন্ন হয় অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃতা করে রাখে

93. "কবির সংগীতে বেজে উঠেছিল" - কী বেজে উঠেছিল?

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা

94. "এসো যুগান্তের কবি" - কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'যুগান্তের কবি'  কাছে কোন্ আহ্বান জানিয়েছেন ?

উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'আফ্রিকা' কবিতায় যুগান্তের কবির কাছে মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছেন

95. "বিদ্রূপ করছিলে ভীষণকে" - কীভাবে 'বিদ্রূপ' করেছিল ?

উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় আফ্রিকা মহাদেশ রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রুপ করেছিল ?

 

” আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী  সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন  উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর  Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

 

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন  উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে

 

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন  উত্তর

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন  উত্তর | আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন  উত্তর আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন  উত্তর | দশম শ্রেণীর বাংলা ] আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন  উত্তর | আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর

 

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর | অষ্টম শ্রেণির বাংলা আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর | আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

 

অষ্টম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন  উত্তর | আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | Class 10 Bengali  Suggestion অষ্টম শ্রেণি বাংলা – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর দশম শ্রেণীর বাংলা প্রশ্ন  উত্তর – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | দশম শ্রেণীর বাংলা সহায়ক – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন